
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারী’র তাফসীরুল কুরআন মাহফিল পটুয়াখালীতে অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, ২৫ জানুয়ারী শনিবার পটুয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ মাঠে বাদ এশা পটুয়াখালী ওয়েল ফেয়ার ফাউন্ডেশন’র আয়োজনে তিনি এ মাহফিলে বয়ান করেন । ড. মিজানুর রহমান আজহারী’র উক্ত মাহফিল স্হল লাখো লাখো জনতার উপস্থিতিতে জন সমুদ্র পরিনত হয়েছিল। এ সময় উক্ত মাহফিল স্থানের মূল মঞ্চের মাঠ সহ পটুয়াখালী শহরের আরও ১০ টি মাঠে প্রজেক্টের মাধ্যমে তাঁর মাহফিলের কুরআন তাফসীর শোনার সু- ব্যবস্হা করা হয়। তাছাড়া এ মাহফিলে আগত মুসুল্লিদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্হাপন করা হয়েছিল ফ্রী মেডিকেল ক্যাম্প এবং প্রস্তুত রাখা হয়েছিল ১২ টি অ্যাম্বুলেন্স। অন্যদিকে উক্ত মাহফিল কে কেন্দ্র করে পটুয়াখালীতে নেওয়া হয়ছিল নজির বিহীন নিরাপত্তা ব্যবস্হা।পুরো এলাকা নিরাপত্তা চাদরে ঢেকে রাখতে স্হাপন করা হয়েছিল শতাধিক চেক পোস্ট। নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা হয়েছিল ৭০০ পুলিশ সদস্য, দুই হাজার সেচ্ছাসেবক, সেনাবাহিনীর একাধিক ইউনিট ও র্যাবের টহল টিম।অন্যদিকে এ মাহফিল মঞ্চে উপস্থিত হয়ে প্রধান বক্তা ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজনীতি বীদ ড. মু. সফিকুল ইসলাম মাসুদ ও আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী প্রমুখ। উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন ইসলামিক সোসাইটির প্রদান উপদেষ্টা এ্যাডভোকেট মোঃ নাজমুল আহসান এবং ব্যবস্হাপনায় ছিলেন পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ আবদুল্লাহ আল নাহিয়ান। বাদ জোহর এ মাহফিলের আনুষ্ঠানিকতা শুরু হয়।ড. মিজানুর রহমান আজহারী এ দিন বিকাল ৪ টায় ঢাকা থেকে হেলিকপ্টারে করে পটুয়াখালীর উদ্দেশ্যে রওয়ানা হয়ে পটুয়াখালী কাজী আবুল কাশেম ইষ্টিডিয়ামে তার হেলিকপ্টার অবতরন করলে তিনি পটুয়াখালীর মাটিতে নামেন। এই প্রথম বার তিনি পটুয়াখালীতে বয়ান করেছেন।