
স্টাফ রিপোর্টার আলিফ হোসেন: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি পদপ্রার্থী মো: হৃদয় মোড়লের নেত্রীত্বে ”তারেক রহমানের অপেক্ষায় বাংলাদেশ ” ঐ শ্লোগানে এক বর্ন্যাঢ্য র্যালীর আয়োজন করা হয়। শুক্রবার দুপুর ১২টার দিকে র্যালীটি শ্রীনগর সরকারি কলেজ মাঠ থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রনেতা রিজু আহমেদ, শ্রীনগর উপজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব মো: হাসিব, শ্রীনগর উপজেলা সাবেক সহ সাংগঠনিক সম্পাদক নাঈম হোসেন,মঞ্জিল হোসেন, নাবেদ, হৃদয়,আকাশ,অনিক,সহ প্রায় এক হাজার নেতা কর্মী।