ঢাকা, বৃহস্পতিবার, ১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
চৌমুহনীতে হাজী কাচ্চি বিরিয়ানি হাউজের বিরুদ্ধে ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগ
কালিয়ায় সেনা অভিযানে দেশীয় অস্ত্র, ইয়াবা ও গাঁজা সহ আটক ৬
পাবিপ্রবির নির্মাণাধীন ভবন থেকে অর্ধগলিত এক আনসার সদস্যদের লাশ উদ্ধার
কবরস্থান দখল করে দালান নির্মাণের অভিযোগ
দৈনিক খবরের আলোর অফিসের সামনে সন্ত্রাসীদের মহড়া
ঘুরতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণ, গ্রেফতার ৩
মহানবী হজরত মুহাম্মদ (স:)এর জীবনী
ভারতে পাচারের শিকার ৬ বাংলাদেশি নারীকে ৫ বছর পর দেশে ফেরত
বাগমারা ইজরাইল বিরোধী বিক্ষোভ সমাবেশে পণ্য বর্জনের আহ্বান
নড়াইলের হাসিম মোল্যা হত্যা মামলার ৮ আসামি গ্রেফতার
রূপগঞ্জে পূর্বাচল টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালন
আত্রাইয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
২৩ বছর পর পবিপ্রবিতে শিক্ষার্থীদের স্বপ্নের ‘মুক্তমঞ্চ’ “সংস্কৃতি চর্চায় খুলছে নতুন দিগন্ত”
বাড্ডা থানা যুবলীগের আহবায়ক গলাকাটা কাউসার গ্রেফতার
ডিজিটাল স্বাস্থ্যসেবা,কর্মমুখী প্রশিক্ষণ ও রেশন পরিবহন ব্যবস্থার প্রবর্তন করলো আনসার

পলাশবাড়ীতে কৃষকের উঠতি ফসল-পানের বরজ ট্রাক্টর দিয়ে গুঁড়িয়ে দশলাখ টাকার ক্ষতিসাধন

গাইবান্ধার পলাশবাড়ীতে জমি নিয়ে বিরোধের জেরে ট্রাক্টর দিয়ে উঠতি ফসল ও দুটি পানের বরজ গুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এতে দশ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ভোর ৬ টার দিকে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের মধ্যরামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ওই গ্রামের মৃত সুরেশ চন্দ্র বর্মনের ছেলে ভুক্তভোগী সুকুমার চন্দ্র বর্মন বলেন, পৈত্রিক ও ক্রয়সূত্রে ৪ একর জমি তিনি দীর্ঘ পঞ্চাশ বছর যাবৎ ভোগদখল করে আসছেন। যাহা ১৯৪০ ও ১৯৬২ সালের রেকর্ড ভূক্ত। পরবর্তীতে ১৯৯০ সালের বিআরএস রেকর্ডে প্রতিপক্ষ নয়ন চন্দ্র বর্মনের বাবা মৃত রামেশ্বর চন্দ্র বর্মন অবৈধভাবে কৌশলে তার নাম অন্তর্ভূক্ত করেন। যাহা সংশোধনের জন্য তিনি আদালতে মামলা করেছেন। বিষয়টি বিচারাধিন রয়েছে।

এদিকে, সম্প্রতি উক্ত জমির অংশিদারিত্বের দাবি তুলে স্থানীয় ইউপি চেয়ারম্যান-মেম্বারদের সমন্বয়ে শালিসের আয়োজন করে। পাশাপাশি বিষয়টি সমাধানে থানা পুলিশ বিষয়টি তদন্ত করছেন।

এরই মধ্যে আজ ভোরে প্রতিপক্ষ অর্ধশতাধিক ভাড়াটিয়া লোকজন হাতে লাঠি, লোহার রড, হাসুয়া, রাম দা নিয়ে আমার বসতবাড়ির দরজা বাহির থেকে বন্ধ করে জমিতে হামলা চালায়। তারা ট্রাক্টর দিয়ে উঠতি আলুর জমিতে চাষ দিয়ে আলু ক্ষেত বিনষ্ট করে। এসময় ১শ মণ আলু লুটপাট করা হয়। পরে দুটি পানের বরজ মাটিতে গুড়িয়ে দেন চলে যান প্রতিপক্ষরা। এতে অন্তত: ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এ ব্যাপারে ১২ জনের নাম উল্লেখ করে পলাশবাড়ী থানায় অভিযোগ করেছেন সুকুমার চন্দ্র বর্মন।

বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) লাইছুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

এ ব্যাপারে অভিযুক্ত নয়ন চন্দ্র বর্মনের মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করেও বন্ধ থাকায় তার মন্তব্য জানা সম্ভব হয়নি।

শেয়ার করুনঃ