ঢাকা, বৃহস্পতিবার, ১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কালীগঞ্জে বিদ্যালয় মাঠে হাট বসানোর পাঁয়তারা
খুলনায় যৌথ অভিযানে জুয়ার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৪ জুয়াড়ি আটক
সারা দেশের ন্যায় মোরেলগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এসএসসি ও সমমানের প্রথমদিনের পরীক্ষা
নোয়াখালীতে কিশোর চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
কলাপাড়ায় সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত
নৌপথে ৭ দিনের অভিযানে ৩ ড্রেজার জব্দ,আটক ১৭২
নড়াইলে ছাত্র আন্দলনে হামলার ৩টি মামলায় ৪৮ জন কারাগারে
বিপুল উৎসাহ উদ্দিপনায় কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু
ঘোড়াঘাটে ১০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ কুখ্যাত মাদক কারবারী ‘আরজন ‘গ্রেফতার
শিক্ষা বিষয়ক বিশেষ প্রবন্ধ: শিক্ষার্থীদের জীবন গঠনে শৃঙ্খলাবোধ
পাঁচবিবিতে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ
আত্রাইয়ে ১ হাজার ৮’শত কৃষককে বিনামূল্যে প্রনোদনার সার ও বীজ বিতরণ
চৌমুহনীতে হাজী কাচ্চি বিরিয়ানি হাউজের বিরুদ্ধে ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগ
কালিয়ায় সেনা অভিযানে দেশীয় অস্ত্র, ইয়াবা ও গাঁজা সহ আটক ৬
পাবিপ্রবির নির্মাণাধীন ভবন থেকে অর্ধগলিত এক আনসার সদস্যদের লাশ উদ্ধার

চট্টগ্রামের চকবাজারে ঐতিহ্যবাহী অলি খাঁ মসজিদের সম্মুখে ইসলামিক মন্যুমেন্ট উদ্বোধন

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন ২৩ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১১ টায় চকবাজারে ঐতিহ্যবাহী অলি খাঁ মসজিদের সম্মুখে একটি ইসলামিক মন্যুমেন্ট উদ্বোধন করেন।
ঐতিহাসিক এবং ধর্মীয় গুরুত্ব বিবেচনায় এ মন্যুমেন্টটি এলাকাবাসীর কাছে একটি বিশেষ নিদর্শন হয়ে থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র বলেন, “অলি খাঁ মসজিদ চট্টগ্রামের অন্যতম ঐতিহ্যবাহী মসজিদ। অত্যন্ত পুরানো এই মসজিদটি শুধুমাত্র একটি স্থাপনা নয়, বরং এটি আমাদের ঐতিহ্য এবং ইতিহাসের প্রতীক। আমাদের ছোটবেলা এই এলাকাতেই কেটেছে। মসজিদটি আমাদের স্মৃতির সঙ্গে মিশে আছে। নতুন প্রজন্ম যাতে এই মসজিদের ঐতিহাসিক গুরুত্ব বুঝতে পারে, সেই লক্ষ্যেই এই মন্যুমেন্ট স্থাপন করা হয়েছে। এটি শুধুমাত্র চট্টগ্রামের সৌন্দর্য বৃদ্ধি করবে না, বরং সারাদেশের মানুষের জন্যও এটি একটি দর্শনীয় স্থান হয়ে উঠবে।”

তিনি আরও বলেন, “আমরা মনে করি, এই মসজিদটি চট্টগ্রামের গৌরবময় ইতিহাসের অংশ। আজকের এই মন্যুমেন্ট নতুন প্রজন্মকে এর গুরুত্ব সম্পর্কে জানাবে। এটি আমাদের ঐতিহ্য সংরক্ষণের অংশ, যা দল-মত নির্বিশেষে রক্ষা করতে হবে।”
ইসলামিক মন্যুমেন্ট উদ্বোধনের পর মেয়র চকবাজারের বিভিন্ন মার্কেটে ব্যবসায়ীদের মাঝে বর্জ্যের বিন বিতরণ করেন। তিনি বলেন, “পরিচ্ছন্ন নগরী গড়তে আমাদের সবাইকে সচেতন হতে হবে। ব্যবসায়ীরা যদি তাদের নিজ নিজ এলাকা পরিষ্কার রাখেন, তাহলে পুরো নগরীর পরিবেশ সুন্দর থাকবে। আমরা বর্জ্য ব্যবস্থাপনাকে আরও আধুনিক করতে কাজ করছি, কিন্তু জনগণের সহযোগিতা ছাড়া এটি সম্ভব নয়।”

মেয়র আরও বলেন, “পরিচ্ছন্ন নগরী শুধু চট্টগ্রামের সৌন্দর্য বৃদ্ধি করবে না, বরং এটি একটি স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করবে। এই উদ্যোগের মাধ্যমে আমরা নগরবাসীকে তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন করতে চাই।”

মসজিদের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে মেয়র বলেন, “এখনো অনেক কাজ বাকি রয়েছে। আমরা এখানে লিফট স্থাপন এবং বাথরুমের আধুনিকায়ন করতে চাই। একটি অত্যাধুনিক মসজিদ নির্মাণ আমাদের লক্ষ্য। ইনশাল্লাহ আমরা এই কাজগুলো শেষ করতে পারব।”

মেয়র জানান, “অলি খাঁ মসজিদের মতো চট্টগ্রামের অন্যান্য ঐতিহ্যবাহী মসজিদ ও স্থানে এই ধরনের মন্যুমেন্ট ও স্থাপত্য নির্মাণের পরিকল্পনা রয়েছে। আমরা অক্সিজেন, কোতোয়ালীসহ আরও কিছু এলাকায় এই কাজ করব। এর মাধ্যমে চট্টগ্রামের ঐতিহ্য আরও উজ্জ্বল হয়ে উঠবে।”
এসময় উপস্থিত ছিলেন প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবুল কাশেম, চট্টগ্রাম সিটি করপোরেশনের আওতায় এয়ারপোর্ট রোডসহ বিভিন্ন সড়ক উন্নয়ন ও গুরুত্বপূর্ণ অবকাঠামোগত উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের পিডি মো. আনিসুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জসিম উদ্দিন, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম,মহানগর বিএনপির নেতা ইয়াছিন চৌধুরী লিটন, কামরুল ইসলামসহ চসিকের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ার করুনঃ