ঢাকা, বৃহস্পতিবার, ১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ঘুরতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণ, গ্রেফতার ৩
মহানবী হজরত মুহাম্মদ (স:)এর জীবনী
ভারতে পাচারের শিকার ৬ বাংলাদেশি নারীকে ৫ বছর পর দেশে ফেরত
বাগমারা ইজরাইল বিরোধী বিক্ষোভ সমাবেশে পণ্য বর্জনের আহ্বান
নড়াইলের হাসিম মোল্যা হত্যা মামলার ৮ আসামি গ্রেফতার
রূপগঞ্জে পূর্বাচল টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালন
আত্রাইয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
২৩ বছর পর পবিপ্রবিতে শিক্ষার্থীদের স্বপ্নের ‘মুক্তমঞ্চ’ “সংস্কৃতি চর্চায় খুলছে নতুন দিগন্ত”
বাড্ডা থানা যুবলীগের আহবায়ক গলাকাটা কাউসার গ্রেফতার
ডিজিটাল স্বাস্থ্যসেবা,কর্মমুখী প্রশিক্ষণ ও রেশন পরিবহন ব্যবস্থার প্রবর্তন করলো আনসার
বসুন্ধরায় নারীর মরদেহ উদ্ধারে গিয়ে দুই মণ গাঁজা পেল পুলিশ
এবার মোহাম্মদপুর থানার মামলায় গ্রেফতার প্রতারক সিকদার লিটন
পহেলা বৈশাখের পরে মিরপুরে ফুটপাত ও সড়ক অবৈধ দখলমুক্ত করতে অভিযান করা হবে: ডিএনসিসি প্রশাসক
সৌদি রাষ্ট্রদূতকে বাংলাদেশ থেকে আরও বেশি জনশক্তি নেওয়ার আহ্বান
ডালিয়ার ১৪ বিয়ে: প্রতারণা চলমান

রাজধানীতে ছিনতাই বিরোধী বিশেষ অভিযান,বিভিন্ন স্থান থেকে গ্রেফতার ২৬

রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই বিরোধী বিশেষ পৃথক অভিযান পরিচালনা করে ২৬ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যকশন ব্যটিলিয়ন (র‌্যাব-২)। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলেও জানানো হয়।

বৃহস্পতিবার (২৩জানুয়ারি) র‌্যাপিড অ্যকশন ব্যটিলিয়ন (র‌্যাব-২) এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু এ তথ্য নিশ্চিত করেন। রাজধানীর মোহাম্মদপুর,ধানমন্ডি,শেরেবাংলা নগর, তেজগাঁও এবং তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয় বলেও জানান তিনি।

গ্রেফতারকৃতরা হলো-মো.আবু সিদ্দিক (৫০),মো. দেওয়ান কোরবান (২৫),মো. রাজা (২০), মো. রাকিব ইসলাম (২০), মো. রাব্বি হাসান (২১), মো. ইমরান পাটোয়ারি (২৩), মো. রাব্বি (২০), মো. সাকিব (১৮),মো. শরিফ (২৩), মো. দীন ইসলাম (১৯), মো. সজিব মিয়া, মো. বাবু ওরফে টেংরা বাবু (২৪), মো.মিরাজ (২০), মো. ফয়েজ (২০), মো. মুসা (২০), মো. শাকিল (২০), মো. আব্দুল কাদির (২২), মো. শাহিন (৩০), মো. রুবেল হোসেন (৩২), মো. শামসের (২১), মো. রনি (৩৫), মো. আকাশ (২৫), মো. হৃদয় ওরফে বেচু (২৮), মো. হোসাইন জমাদ্দার (২৯), মো. জাহিদ (২৪) এবং মো. আশরাফুল (২০)।

এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত চাপাতি ১টি, চাকু ১৩টি ও ১২টি ক্ষুর উদ্ধার করা হয়।

খান আসিফ তপু বলেন,রাজধানীর মোহাম্মদপুর সহ র‌্যাব-২ এর দায়িত্বপূর্ণ এলাকায় বেশ কয়েকটি ছিনতাইকারী চক্র ছিনতাইসহ বিভিন্ন ধরণের সন্ত্রাসী কার্যক্রম জড়িয়ে পরছে। র‌্যাব-২ এর দায়িত্বপূর্ণ এলাকায় ছিনতাই ও অন্যান্য সন্ত্রাসী কর্মকান্ডের এমন তথ্যে র‌্যাবের টহল ও গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধি করা হয়।

এরই ধারাবাহিকতায় গতকাল (২২জানুয়ারি) রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ২৬ জন ছিনতাইকারী চক্রের সদস্যদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা দিনের বেলায় আত্মগোপনে থেকে রাতের বেলায় ছিনতাই করতো বলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্য জানিয়ে জানান তিনি।

তিনি বলেন,গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ছিনতাই ও মাদক সংক্রান্ত মামলা রয়েছে এবং এ সকল মামলায় কারাভোগ করেছে বলে জানা যায়।

প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করে র‌্যাব এধরনের অভিযান অব্যাহত রাখবে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য রাজধানীর বিভিন্ন থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ