
মিরসরাইয়ে রংধনু ক্লাবের সম্মাননা পেলো সংবাদ কর্মী আকতার হোসেন। সে অনলাইন পত্রিকা সকালের খবর ও “দৈনিক তৃতীয় মাত্রা” পত্রিকার মিরসরাই প্রতিনিধি। এছাড়াও স্থানীয় অনলাইন পত্রিকা Mirsarainews24.Com এর নির্বাহী সম্পাদক এবং MIRSARAI24 TV’র প্রধান প্রতিবেদক হিসেবে কর্মরত রয়েছে।
এছাড়াও বিভিন্ন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ও রক্তদাতা সংস্থার সদস্য হিসেবে সম্পৃক্ত আছে।
গত ১৭ জানুয়ারি (শুক্রবার) মিরসরাইয়ের করেরহাটের অন্যতম স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন রংধনু ক্লাবের কার্যকরী পরিষদের অভিষেক, শপথ গ্রহণ ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সামাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের জন্য কয়েকটি স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা, সামাজিক কাজে অগ্রণী ভূমিকা পালনের জন্য কয়েকজন সংগঠক, প্রচার ও মিডিয়া সাপোর্ট দিয়ে অবদান রাখায় ০২জন সংবাদ কর্মী, আগত অতিথি, সংস্থা’র উপদেষ্টা, পৃষ্ঠপোষক, আজীবন সদস্য, করোনা কালীন সময়ে মানবিক কাজে বিশেষ অবদান রাখায় ০৫ জন স্বেচ্ছাসেবী’কে সম্মাননা প্রদান করা হয়।
মিডিয়া সাপোর্ট দিয়ে অবদান রাখায় সংবাদ কর্মী আকতার হোসেন’কে সংস্থার পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা ক্রেস্ট তুলে দেন রংধনু ক্লাবের সাধারণ সম্পাদক রাজিব বিশ্বাস।
অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠানে সংস্থার উপদেষ্টা, পৃষ্ঠপোষক সদস্য, আজীবন সদস্য, কার্যকরী পরিষদের সদস্য, সাধারণ সদস্য, রাজনীতিবিদ, সাংবাদিক সহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১৬ সালের ৭ জুলাই ৮০ জন সদস্য নিয়ে শুভপুর বাসস্ট্যান্ড থেকে উক্ত সংগঠন যাত্রা শুরু করে।