
রামুর কচ্ছপিয়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনেরের উদ্যোগে বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবক্তা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৮৯ তম জন্মবার্ষিকী পলান করা হয়েছে।
রবিবার (১৯ জানুয়ারী) কচ্ছপিয়া ইউনিয়নের গর্জনিয়া বাজারের দলীয় কার্যালয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি ছৈয়দ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাইমুনুল হক মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের জন্য দোয়া চেয়ে বিশেষ মোনাজাত পরিচালনা করেন ইউনিয়ন জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি মওলানা নুরুল আলম ছিদ্দিকী।
এসময় অনন্যদের মাঝে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম, উপজেলা বিএনপি নেতা অধ্যাপক রফিকুল আলম, ইউনিয়নের সহ সভাপতি আব্দুল খালেক, সহ সাধারণ সম্পাদক সাবেক মেম্বার মোঃ নুরুল আবছার,সাংগঠনিক সম্পাদক ডাঃ শফিক আহমদ,যুবদলের সদস্য সচিব শামশুল আলম শাহীন, ছাত্রদলের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, বিএনপি নেতা ফইজুল আকবর,জাফর আলম,নুরুল আমিন,সোলতান আহমদ, ফরিদুল আলম,
ওলামা দলের সাধারণ সম্পাদক লিয়াকত আলী, সাংগঠনিক সম্পাদক ফরিদুল আলম,
তোফাইল আহমদ প্রমুখ।