
মুন্সীগঞ্জের শ্রীনগরে সাদাকাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
রবিবার (১৯ জানুয়ারী) সকাল ১১ টার দিকে উপজেলার আটপাড়া ইউনিয়ন পরিষদ মাঠে সাদাকাহ্ ফাউন্ডেশন এর পক্ষ থেকে দরিদ্র অসহায় কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়।
সাদাকাহ্ ফাউন্ডেশনের চেয়ারম্যান মারুফ বিল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীনগর উপজেলা কৃষি কর্মকর্তামোহসিনা জাহান তোরন। আটপাড়া ইউনিয়ন পরিষদের উপসহকারী কৃষি কর্মকর্তা লাভলি আক্তার, সাদাকাহ্ ফাউন্ডেশনের নিবাহী কমিটির সদস্য নূর মোহাম্মদ, শাহীন শেখ ,আক্কাস আলী পলাশ, মহিউদ্দিন,ইউনুস শেখ , উজ্জ্বল ঢালী,এডভোকেট রেজাউল ,জুয়েল,কামাল শেখ, নূর হোসেন, সানি খান ,বিল্লাল হোসেন,অপু খালাসী,শিমুল,জিসান সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।