
আলমগীর হোসেন কালিগঞ্জ সাতক্ষীরা
কালিগঞ্জ উপজেলার ধলবাড়ীয়া ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে ৪ নং ওয়ার্ড মহেশ্বরপুর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জানুয়ারী ) বিকাল ৪ টায় ওয়ার্ড কৃষক দলের সভাপতি রবিউল ইসলাম রবির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা কৃষকদলের আহ্বায়ক রোকনুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা কৃষকদলের সদস্য সচিব আরিফুর রহমান ছোটন, ধলবাড়ীয়া ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক শরিফুল হালদার, সদস্য সচিব সুব্রত কুমার খা, রতনপুর ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব ফিরোজ হোসেন, সদস্য শফিকুল ইসলাম, মুকুল হোসেন, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আইয়ুব হোসেন প্রমুখ। এসময় ওয়ার্ড কৃষক দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।