ঢাকা, বৃহস্পতিবার, ১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
দৈনিক খবরের আলোর অফিসের সামনে সন্ত্রাসীদের মহড়া
ঘুরতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণ, গ্রেফতার ৩
মহানবী হজরত মুহাম্মদ (স:)এর জীবনী
ভারতে পাচারের শিকার ৬ বাংলাদেশি নারীকে ৫ বছর পর দেশে ফেরত
বাগমারা ইজরাইল বিরোধী বিক্ষোভ সমাবেশে পণ্য বর্জনের আহ্বান
নড়াইলের হাসিম মোল্যা হত্যা মামলার ৮ আসামি গ্রেফতার
রূপগঞ্জে পূর্বাচল টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালন
আত্রাইয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
২৩ বছর পর পবিপ্রবিতে শিক্ষার্থীদের স্বপ্নের ‘মুক্তমঞ্চ’ “সংস্কৃতি চর্চায় খুলছে নতুন দিগন্ত”
বাড্ডা থানা যুবলীগের আহবায়ক গলাকাটা কাউসার গ্রেফতার
ডিজিটাল স্বাস্থ্যসেবা,কর্মমুখী প্রশিক্ষণ ও রেশন পরিবহন ব্যবস্থার প্রবর্তন করলো আনসার
বসুন্ধরায় নারীর মরদেহ উদ্ধারে গিয়ে দুই মণ গাঁজা পেল পুলিশ
এবার মোহাম্মদপুর থানার মামলায় গ্রেফতার প্রতারক সিকদার লিটন
পহেলা বৈশাখের পরে মিরপুরে ফুটপাত ও সড়ক অবৈধ দখলমুক্ত করতে অভিযান করা হবে: ডিএনসিসি প্রশাসক
সৌদি রাষ্ট্রদূতকে বাংলাদেশ থেকে আরও বেশি জনশক্তি নেওয়ার আহ্বান

কুড়িগ্রামের পারিবারিক দ্বন্দ্বে জেলহাজতে সাবেক সেনাসদস্য

কুড়িগ্রামে প্রতিপক্ষকে ঘায়েল করতে সাজানো মামলায় এক মাস থেকে জেলহাজতে সাবেক এক সেনাসদস্য (সার্জেন)।স্থানীয় সূত্রে জানা যায়, অবসরপ্রাপ্ত সেনাসদস্য মশিউর রহমান কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের সুকদেব মৌজার বন্দে আলী মৌলভীর পুত্র। তিনি চাকুরী হতে ২০০৯ সালে অবসর নেওয়া পর থেকে সার্জেন মশিউর রহমান পরিবার পরিজন নিয়ে বগুড়ার মালতী নগর এলাকায় জাহানারা মন্জিলে বসবাস করেন। সেখানে ছেলে মেয়ের পড়ালেখার পাশাপাশি রেসপন্সিবল কোচিং সেন্টারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। সরেজমিন অনুসন্ধানে উঠে আসে প্রকৃত ঘটনা।জেল হাজতে থাকা অবসরপ্রাপ্ত সেনাসদস্য মশিউর রহমান পারিবারিক দ্বন্দ্বের কারণে প্রতিপক্ষের প্রতিহিংসার শিকার হয়ে বিনা অপরাধে কারাবাস করছেন।ঘটনা সুত্রে জানা গেছে,১৫ই ডিসেম্বর ২০২৪ইং তারিখ বিকেল ৩টায় ভুক্তভোগী মশিউর রহমান বগুড়া থেকে গ্রামের বাড়ীর উদ্দ্যেশে বাসযোগে রাজারহাট বাজারে আসেন। বাস থেকে নামার সাথে সাথে পূর্ব থেকে ওতপেতে থাকা হারুন এর নেতৃত্বে কিছু লোক মশিউর রহমানকে টেনে হেছরে লাঞ্চিত করে আওয়ামী লীগের দোসরের তকমা লাগিয়ে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, রাজনীতির সাথে মশিউরের কোন সম্পৃক্ততা আমরা দেখিনি। ৫নং বিদ্যানন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তার এক প্রত্যয়পত্রে মশিউর রহমানের দলীয় রাজনৈতিক সংশ্লিষ্টতা না থাকার কথা উল্লেখ করে প্রত্যয়পত্র প্রদান করেন। নুর ইসলাম নামের এক ব্যক্তি কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার বরাবর এক লিখিত অভিযোগে বলেন পারিবারিক দ্বন্দ্বে গত ৬ই জুন ২০২৪ ইং তারিখে উপজেলা পরিষদের ভোট করা কে কেন্দ্র করে বিবাদী হারুনের নেতৃত্বে অতর্কিত হামলা চালান। সেই হামলায় মশিউর রহমান গুরুতর আহত হয়ে রংপুর সিওএইচএম হাসপাতালে আইসিওতে ভর্তি হয়ে চিকিৎসা নেন। ওই ঘটনায় মশিউর রহমানের ভাগিনা সোহরাব হোসেন বাদী হয়ে হারুন কে ১নং আসামি করে রাজারহাট থানায় মামলা করেন, যার মামলা নং ৭২/২৪। এই মামলায় হারুন জেল হাজতে যায়। এরে প্রতিশোধ নিতে ৫ই আগস্ট পটপরিবর্তনের সুযোগ কাজে লাগিয়ে হারুন বাদী হয়ে ৮ই ডিসেম্বর ২০২৪ইং তারিখে বিজ্ঞ জুডি: ম্যাজি: আদালতে রাজারহাটে মশিউর রহমানের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করেন। শুধু তাই নয় মশিউর রহমান কে বিদ্যানন্দ ইউনিয়নের আওয়ামী লীগের নেতা বানিয়ে এফ আই আর ১৩৯,৩১৯,৩১৭,৩০০/২৪ ধারা মামলায় ওই অবসরপ্রাপ্ত সেনার সদস্যকে জড়িত করেন।
এ ব্যাপারে হারুনের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করে ও তাকে পাওয়া যায়নি। ওই সময়ের ডিবির ওসি জানান, তার বিরুদ্ধে চারটি শোন এরেস্ট ও চাঁদাবাজির মামলা আছে। কুড়িগ্রাম সদর থানার ওসি নাজমুল আলম বলেন, মামলা যেহেতু কোর্টের এবং আসামি জেল হাজতে এ বিষয়টা আদালতের ব্যাপার।

শেয়ার করুনঃ