
“ভাংগা থেকে যশোর অংশের রেললাইন নির্মান কাজ মেয়াদের আগেই শেষ হবে” নড়াইলে রেললাইন পরিদর্শনে এসে একথা বলেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। ২৪ নভেম্বর (শুক্রবার) দুপুুরে একটি ইঞ্জিন কারে চড়ে নড়াইলের লোহাগড়া রেলস্টেশন এ রেলের কাজ পরিদর্শনে আসেন।
এসময় তার সঙ্গী ছিলেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক কামরুল হাসান, ভাঙ্গা-যশোর রেল সংযোগ প্রকল্পের দ্বায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ব্রীগেডিয়ার জেনারেল শামস। মন্ত্রী বলেন, ভাঙ্গা থেকে যশোর অংশের রেলপথ নির্মান কাজ ৮৪ শতাংশ শেষ হয়েছে। এই কাজের অগ্রগতি নিয়ে আমরা সন্তুষ্ট। আগামী জুনে কাজের মেয়াদ থাকলেও আরো দুই একমাস আগে শেষ হবে। লোহাগড়ার নারানদিয়া রেলষ্টেশন পরিদর্শন কালে জেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।