
খুলনার কয়রায় বড়বাড়ী মাধ্যমিক বিদ্যালয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক ও খুলনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ্যাডভোকেট মোমরেজুল ইসলামের আগমন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকাল ৩ টায় উত্তর বেদকাশীর বড়বাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবিরের সভাপতিত্বে সভায় সংবর্ধিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা বিএনপির আহ্বায়ক ও খুলনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ্যাডভোকেট মোমরেজুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কৃষক দলের খুলনা জেলার সভাপতি মোল্লা কবির হোসেন, সাধারণ সম্পাদক শেখ আবু সাঈদ। আরও উপস্থিত ছিলেন কয়রা উপজেলার কৃষক দলের আহ্বায়ক এস এম গোলাম রসুল , সদস্য সচিব আবু সাঈদ মালী , কয়রা উপজেলা বিএনপির যুগ্নু আহ্বায়ক এম এ হাসান, মনিরুজ্জামান বেল্টুু,আবু সাঈদ বিশ্বাস, বড়বাড়ি মাধ্যমিক বিদ্যলয়ের প্রতিষ্ঠাতা ও উত্তর বেদকাশী ইউপির সাবেক চেয়ারম্যান সরদার মতিয়ার রহমান, বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম, আমাদী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুস সামাদ সরদার, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক আবুল কালাম আজাদ কাজল, বিশিষ্ট ব্যাবসায়ী দেলসাদ আলম,বড়বাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবুল বাশার, সহকারী শিক্ষক দিপক কুমার মিস্ত্রী, সহকারী শিক্ষক দিপক কুমার মিস্ত্রী, হেনা রানী, ইসমাইল হোসেন, অচিন্ত কুমার সরকার প্রমুখ।