ঢাকা, বৃহস্পতিবার, ১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কালিয়ায় সেনা অভিযানে দেশীয় অস্ত্র, ইয়াবা ও গাঁজা সহ আটক ৬
পাবিপ্রবির নির্মাণাধীন ভবন থেকে অর্ধগলিত এক আনসার সদস্যদের লাশ উদ্ধার
কবরস্থান দখল করে দালান নির্মাণের অভিযোগ
দৈনিক খবরের আলোর অফিসের সামনে সন্ত্রাসীদের মহড়া
ঘুরতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণ, গ্রেফতার ৩
মহানবী হজরত মুহাম্মদ (স:)এর জীবনী
ভারতে পাচারের শিকার ৬ বাংলাদেশি নারীকে ৫ বছর পর দেশে ফেরত
বাগমারা ইজরাইল বিরোধী বিক্ষোভ সমাবেশে পণ্য বর্জনের আহ্বান
নড়াইলের হাসিম মোল্যা হত্যা মামলার ৮ আসামি গ্রেফতার
রূপগঞ্জে পূর্বাচল টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালন
আত্রাইয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
২৩ বছর পর পবিপ্রবিতে শিক্ষার্থীদের স্বপ্নের ‘মুক্তমঞ্চ’ “সংস্কৃতি চর্চায় খুলছে নতুন দিগন্ত”
বাড্ডা থানা যুবলীগের আহবায়ক গলাকাটা কাউসার গ্রেফতার
ডিজিটাল স্বাস্থ্যসেবা,কর্মমুখী প্রশিক্ষণ ও রেশন পরিবহন ব্যবস্থার প্রবর্তন করলো আনসার
বসুন্ধরায় নারীর মরদেহ উদ্ধারে গিয়ে দুই মণ গাঁজা পেল পুলিশ

সীমান্তবর্তী থেকে গাঁজা এনে ঢাকায় বিক্রি করতেন তারা

রাজধানীর দারুসসালাম এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১১ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ দুই জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি-মতিঝিল বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো-মো.দ্বীন ইসলাম (১৯) ও মো. নাহিদ হাসান (১৯)।

রবিবার (১২ জানুয়ারি ) দুপুরে গাবতলী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে গাঁজাসহ তাদের গ্রেফতার করে ডিবি-মতিঝিল বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

রবিবার (১২ জানুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।

ডিবি-মতিঝিল সূত্রে জানা যায়,রবিবার দুপুরে ডিবি-মতিঝিল বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম ঢাকা মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে,দারুস সালাম থানাধীন গাবতলী বাসস্ট্যান্ড এলাকার ইঞ্জিনিয়ার ওয়ার্কশপের সামনে কতিপয় মাদক কারবারি অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করবে। এমন সংবাদের ভিত্তিতে দুপুর দের টায় ডিবির টিম উক্ত স্থানে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি ‍টের পেয়ে পালানোর চেষ্টাকালে দ্বীন ইসলাম ও নাহিদ হাসানকে গ্রেফতার করে ডিবির টিম। এ সময় একজন কৌশলে পালিয়ে যায়। গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে মোট ১১ কেজি ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য দুই লক্ষ ৩৮ হাজার টাকা।গ্রেফতারকৃতদের হেফাজত হতে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত দুটি মোবাইলফোনও জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত দুইজন ও পলাতক একজনের বিরুদ্ধে ডিএমপির দারুস সালাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়,গ্রেফতারকৃতরা দেশের সীমান্তবর্তী জেলা কুমিল্লা থেকে কমদামে অবৈধ গাঁজা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন জায়গায় বিক্রয় করতো। উদ্ধারকৃত গাঁজা বিক্রয় ও হস্তান্তরের উদ্দেশে তারা নিজ হেফাজতে রেখেছিলো বলে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। পলাতক একজনের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ