
লক্ষ্মীপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ রোববার (১২ই জানুয়ারি) দুপুর ১২টায় লক্ষ্মীপুর নন্দন অটিজম এন্ড এনডিডি স্কুলে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় সদর উপজেলা প্রশাসন আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজিব কুমার সরকার।
প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণের সময় অন্যান্যদের মধ্যে ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শরীফ হোসেন, স্কুলটির পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক জেড.এম ফারুকী, সহ-সভাপতি শংকর মজুমদার, সদস্য সাইফুল ইসলাম ভূঁইয়া তপন, প্রধান শিক্ষক নাসরিন আক্তারসহ আরও অনেকে।