
পঞ্চগড়ের বোদায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল উপহার দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৭ জানুয়ারী) দুপুরে উপজেলার পাঁচপীর ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সহযোগি সংগঠনের আয়োজনে পাঁচ শতাধিক শীতার্তদের মাঝে এই শীতবস্ত্র কম্বল উপহার দেওয়া হয়।
এ সময় পাঁচপীর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির লায়ন, সহ-সভাপতি আব্দুল মজিদ, ইউনিয়ন যুবদলের সভাপতি মোফাজ্জল হোসেন রবি, সাধারণ সম্পাদক সোলেমান আলী, ছাত্রদলের আহবায়ক সাজন ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।