
ঝিনাইগাতীতে বখাটেদের মোটরসাইকেলের ধাক্কায় আহত নারী হাওয়া খাতুন (৫০)র মৃত্যু হয়েছে। ৩ জানুয়ারি শুক্রবার
সকালে উপজেলা সদর ইউনিয়নের পাইকুড়া গ্রামে এঘটনা ঘটে। হাওয়া খাতুন ওই গ্রামের মরহুম আয়নাল হকের স্ত্রী। জানা গেছে, গত ৩১ ডিসেম্বর মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে হাওয়া বিবি বাড়ি থেকে বের হয়ে রাস্তার পাশ দিয়ে হেটে হেটে কোনাগাঁও চৌরাস্তায় যাচ্ছিলেন। এসময় একই গ্রামের রুস্তমের ছেলে সাব্বির, ও তার ২ বন্ধুসহ ৩ তরুণের দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। এতে হাওয়া বিবির মাথায় আঘাত পেয়ে গুরুতরভাবে আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে শেরপুর ও পরে ময়মনসিংহ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন । কর্তব্যরত চিকিৎসক তাকে বিদায় করে দেন। বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল
৬টার দিকে হাওয়া বিবির মৃত্যু হয়। জানা গেছে,দুর্ঘটনার পরপরই হাওয়া বিবির ছেলে কাকন মিয়া বাদি হয়ে ঝিনাইগাতী থানায় একটি অভিযোগ দায়ের করেন। স্থানীয় বাসিন্দারা জানান মোটরসাইকেল চালক সাব্বির ও দুই আরোহী তিন বখাটে তরুণ প্রতিদিনই আশপাশ এলাকার স্কুল গুলো ছুটি হওয়ার পর রাস্তায় বেপরোয়াভাবে মোটরসাইকেল চালিয়ে শিক্ষার্থীদের উত্যক্ত করে আসছিল। এরই ধারাবাহিকতায় ৩১ডিসেম্বর মঙ্গলবার দিন ওই তিন বখাটে তরুন এ দুর্ঘটনা ঘটায়৷ ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমীন বলেন এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।