
বান্দরবান আলীকদমের রেপার পাড়া বাজার পাড়া এলাকায় অভিযান চালিয়ে হিন্দু সম্প্রদায়ের নয়ন ধর নামের এক ব্যক্তিকে আটক করেছে র্যাব সদরদপ্তর কক্সবাজার।
২৮ ডিসেম্বর ২০২৪ ইং দিবাগত রাতে অভিযান চালিয়ে নয়ন ধরকে আটক করে র্যাব সদরদপ্তর কক্সবাজার।
আটককৃত নয়ন ধর হলেন আলীকদম উপজেলা ২নং চৈক্ষ্যং ইউনিয়নের ১নং ওয়ার্ড়ে রেপার পাড়া বাজার পাড়া এলাকার বাসিন্দার সেনাই ধর এর ছেলে হয়।
নয়ন ধর চাঁদপুরের এক মুসলিম পরিবারের মেয়ে সানজিদাকে (১৫) অনলাইন পরিচয়ে মিথ্যা প্রলোভন দেখিয়ে নিয়ে আসে নিজ গ্রাম আলীকদমের রেপার পাড়া এলাকায়।
এক পর্যায়ে বকাটে ‘নয়ন ধর’ তার স্বজনদের সহযোগীতায় মুসলিম পরিবারের মেয়েকে জোরপূর্বক ধর্মান্তরিত করার ব্যর্থ প্রচেষ্টা চালায়।
সপ্তাহখানেক ব্যবধানে কক্সবাজার নয়ন ধরের আত্মীয়ের বাসা থেকে পুলিশের সহযোগীতায় মুসলিম মেয়েকে উদ্ধার করা হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় নয়ন ধর। শীঘ্রই নয়ন ধরের সহযোগী বাকীরাও আসছে আটকের আওতায়।