
নড়াইলের কালিয়া পৌর যুবদলের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার রাতে জেলা যুবদলের সভাপতি মো. মশিয়ার রহমান ও সাধারণ সম্পাদক সায়দাত কবির রুবেলের সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, কালিয়া যুবদলের আহ্বায়ক কমিটির আহ্বায়ক বখতিয়ার হোসেন মোল্যা ও সদস্য সচিব গোলাম মাশরু পল্টু বিভিন্ন অনিয়ম ও দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ সংগঠন পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত হয়েছে বলে প্রতিয়মান হয়।
এছাড়া ওই কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে। তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সংগঠনকে সাংগঠনিকভাবে আরও গতিশীল করতে কালিয়া পৌর যুবদলের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। রোববার সকালে কমিটি বিলুপ্তির বিষয়টি নিশ্চিত করেছরন জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান। তিনি বলেন, অনিয়ম ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এর আগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। পরে তদন্ত করে অভিযোগের প্রমাণ পাওয়া গেছে৷ তাছাড়া কমিটির মেয়াদ ছিলো না। এসব কারণে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
এ ব্যাপারে বিলুপ্ত কমিটির সভাপতি বখতিয়ার মোল্যা ও সদস্য সচিব গোলাম মাশরু পল্টু নিজেদেরকে নির্দোষ দাবি করেছেন। তারা বলেন, কোনো খারাপ কাজের সঙ্গে তারা জড়িত নয়। দলের ক্ষতি হবে এমন কোনো কাজ তারা করেনি৷ তাদের বিরুদ্ধে যেসব অভিযোগের কথা বলা হচ্ছে তা মিথ্যা। তারা বিষয়টি কেন্দ্রীয় নেতাদের জানাবেন।