
মুন্সীগঞ্জের শ্রীনগরে পুকুর থেকে আবুল হোসেন নামে এক বৃদ্ধের মরাদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার হরপাড়া এলাকায় একটি পুকুরে মরাদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয় পুলিশ এসে লাশটি উদ্ধার করে। নিহত আবুল হোসেন শ্রীনগর ইউনিয়নের পশ্চিম হরপাড়ার ডলি আক্তারের বাড়ির ভাড়াটিয়া। আবুল হোসেনের কন্যা স্মৃতি বলেন, তার বাবা স্টোকের পর মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। গত রোববার রাতে তার বাবা ঘর থেকে বের হয়ে আর বাসায় ফেরেনি। আশপাশের সবখানে তাকে খুঁজেছি।
৫ দিন পর পার্শ্ববর্তী হরপাড়া নাথ বাড়ির পাশে একটি পুকুরে বাবার মরাদেহ ভাসতে থাকার খবর পেয়ে ছুটে আসছি। এ বিষয়ে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. কাইয়ূম উদ্দিন চৌধুরী বলেন, মরাদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।