
ফরিদপুরের বেসরকারি উন্নয়ন সংস্থা ডেভেলপমেন্ট এজেন্সি ( এফডিএ)’ এর নিজস্ব অর্থায়নে নদী ভাঙ্গন ও হত দরিদ্র পাঁচ শতাধিক পরিবারে মাঝে শীতবস্ত্র কাবারসহ লেপ বিতরণ করা হয়েছে।
আজ (২৪ ডিসেম্বর)২৪ইং তারিখ বৃহস্পতিবার দুপরে
ফরিদপুর চর টেপুরাকান্দি নিজস্ব কার্যালয়ে চার ইউনিয়নের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
উক্ত প্রতিষ্ঠানে প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা মোঃ আজহারুল ইসলামের সভাপতিত্বে উক্ত বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক কামরুল হাসান মোল্যা। এ সময় তিনি এমন উদ্যোগের সাধুবাদ জানিয়ে বলেন, সমাজে এখন অনেক মানুষ আছে যারা এখনো অসহায় ভাবে জীবন যাপন করছেন। তাদের জন্য এ মহান অনুভতি নিয়ে কাজ করাটা সতিকার অর্থে ভাগ্যের ব্যাপার। তিনি এমডিএ এর এমন আয়োজনকে অভিনন্দন জানান।পাশাপাশি প্রতিষ্ঠানের সকলকে ধন্যবাদ জানান।
এ সময়আরও উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক আবু ছাহের আলম, পরিচালক আশিকুল ইসলাম পাভেলসহ প্রমুখ।
জানাযায়,প্রতি বছরের মতো এবারও সদর উপজেলার ডিক্রিরচর, নর্থচ্যানেল, চরমাধবদিয়া, আলিয়াবাদ ও অম্বিকাপুর ইউনিয়নের পাঁচ শতাধিক শীতার্ত ব্যক্তির মাঝে এফডিএ’র নিজস্ব অর্থায়নে এ লেপ প্রদান করা হয়। এই শীতবস্ত্র পেয়ে আনন্দ, খুশিতে ঘরে ফিরেন মানুষগুলো।