
একাত্তর আমরা বলতে পারিনা,একাত্তর সালে আমাদের স্বাধীন দেশের জন্ম হয়েছে। আমি আমার নিজেকে চিনতে পেরেছি ৭১ সালে। আমার জন্য একটা ভূখণ্ড তৈরি করতে পেরেছি। আমরা একটা উপরে উঠার সুযোগ পেয়েছি। সেই সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে। রবিবার (২২ ডিসেম্বর) পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া হাই-
স্কুল এন্ড কলেজ মাঠে সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে সাম্য, সম্প্রতি, মানবিক বাংলাদেশ বিনির্মানে জনসভায় বিএনপির কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক এবং পঞ্চগড় জেলা বিএনপি’র সদস্য সচিব ফরহাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।এ সময় তিনি বলেন যারা লুট করে, চুরি করে, যাঁরা আমাদের সম্পদ কেড়ে নিয়ে যায় তারা আমাদের নেতা হতে পারে না। আমরা নেতা তাদেরকেই করতে চাই, যাঁরা আমাদের পাশে দাঁড়াবে। তিনি আরও বলেন শেখ হাসিনা পালিয়ে গিয়ে ওখান থেকে ষড়যন্ত্র করতেছে। মিথ্যা প্রচারণা চালার চেষ্টা করতেছে। হিন্দু,মুসলমান,বৌদ্ধ খৃষ্টান আমরা একসাথে বাস করি। হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে বলে যারা অপপ্রচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানান তিনি।
তিনি বলেন, সেনাবাহিনী শেখ হাসিনাকে দুটো চয়েজ দিয়েছিল। দুটোর মধ্যে একটাকে বেছে নিবেন। একটা হচ্ছে প্রচুর দিক থেকে জনগণ আসছে। উত্তাল সমুদ্রের মতো, তাদের দ্বাড়ায় কি পৃষ্ট হবেন, নাকি জান বাঁচানোর জন্য পালিয়ে যাবেন। ‘আমি পালাই না, আমি ভয় পাই না’ বলা সেই মহিলা জীবন বাঁচানোর জন্য নেতাকর্মীসহ সবাইকে বিপদে ফেলে পালিয়ে গেছে।এই হচ্ছে ফ্যাসিবাদের পরিণতি।বোদা-দেবীগঞ্জ উপজেলা ও পঞ্চগড় পৌর শাখা বিএনপি এ সমাবেশের আয়োজন করে।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কণ্ঠশিল্পী বেবী নাজনীন ও প্রধান বক্তা হিসেবে রংপুর বিভাগের দায়িত্বরত সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু বক্তব্য রাখেন।এছাড়াও বিএনপি’র আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির,বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইসরাক হোসেন, পঞ্চগড় জেলা বিএনপির আহবায়ক জহিরুল ইসলাম কাচ্চু সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।