
ব্রাহ্মণবাড়িয়া জেলা সমাজসেবা কার্যালয়ের পুরাতন ভবনে দিনে রাতে বসে মাদকের আড্ডা পুরাতন ভবনের আসবার দরজা, জানালা, ইলেকট্রনিক সামগ্রী সবই লুটে নিয়ে যাচ্ছে কতিপয় নেশ গ্রস্ত চোর, চিন্তাই, কারীর এ বিষয়ে গত ১৯/ডিসেম্বর ২০২৪ বৃহস্পতিবার সৌরজমিনে প্রতিবেদক গেলে দেখা যায় পুরাতন ভবনের প্রত্যেকটি কক্ষের বেশ কিছু দরজা জানালা খুলে দিয়ে যায় ভিতরে থাকা পুরাতন আসবারপত্রগুলো একে একে সর্বস্ব নিয়ে যায়।
কয়েকটি একটি কক্ষে দেখা যায় মাদক সেবীদের সরঞ্জামেদি যা দেখে বোঝা যায় যে মাদকের আড্ডাটা ও সেবন করার জন্য এই জায়গাতেই বসে প্রত্যেকদিন রাতের বেলা জমে জমজমাট এই আড্ডা বহিরাগত মাদক সেবী এখানে এসে মাদক সেবন করে যাচ্ছে।
আইনশৃঙ্খলা বাহিনীকে তথা থানায় ও লিখিত জি ডি এন টি মাধ্যমে জানালেও প্রতিকার পাচ্ছে না সমাজসেবা কর্মকর্তারা এ যেন দিন দিন ভয়ানক অবস্থায়।
নাম প্রকাশের অনিচ্ছুক একজন কর্মকর্তার সাথে আলাপকালে তিনি জানান আমরা এই জেলার নই আমরা অন্য জেলা থেকে এসে এখানে চাকরি করি আর এখানে স্থানীয় বহিরাগত ছেলেপেলেরা আসে আমাদের পুরাতন সমাজসেবা পরিত্যক্ত ভবনে মাদক সেবন করে এবং এক এক করে দিন দিনে আসবার পত্র বৈদ্যুতিক দিক সরঞ্জাম এমনকি আমাদের করা খালি জায়গায় ফসল ফলানো ফসল গুলিও রাতের আঁধারে চুরি করে নিয়ে যায়
আমরা যদি তাদেরকে বাধা দে কিংবা কোন কিছু বলি তাহলে যেকোনো সময় আমাদের উপর আক্রমণ ও মানহানি হতে পারে বিপদে এবং দুর্ঘটনায় শিকার হতে হবে বকাটে জনগোষ্ঠী গুষ্টি স্থানীয় এলাকার অনেক ভয়ানক লোক বিদায় আমরা গোপনে প্রশাসনকে অবহিত করলেও প্রশাসন এ ব্যাপারে কোন ব্যবস্থা নিচ্ছে না।
আমরা এই বিষয়টির উপরে ব্রাহ্মণবাড়িয়া প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার জন্য দাবি করছি পাশাপাশি এরকম একটি ভবনের সব আসবাবপত্র মালামাল রাতের আঁধারে প্রতিনিয়তই একে একে নিয়ে যাচ্ছে এই সরকারি ভবনের এই মালামাল রক্ষণাবেক্ষণে যেমন ছিল এলাকার আশেপাশের মানুষের দায়িত্ব তেমন ছিল আইনশৃঙ্খলা বাহিনী বাহিনীদের আমরা হতভম্ব হয়ে যাই আমরা প্রশাসনকে বিষয়ে জানালেও কোন ধরনের প্রতিকার এই পর্যন্ত পাইনি দিন দিন তা বেড়ে চলেছে।