
বাগমারায় পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত যুবকের নাম নয়ন (৩৫)। তার পিতার নাম আফাজ উদ্দীন। নয়ন উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের মচমইল গ্রামের বাসীন্দা।
শনিবার ( ২১ ডিসেম্বর) বেলা বারো’টায় দিকে স্থানীয়রা পুকুরে লাশ দেখতে পান ।
মচমইল পরিত্যক্ত রাজবাড়ীর পুকুর থেকে নয়নের লাশ ভাসতে দেখে, পুলিশকে খবর দেয়া হয় ।
শুভডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন জানিয়েছেন, বাজার করতে এসে সে আর বাড়ী ফিরেনি।
চেয়ারম্যান মোশারফ আরও জানান, নিহত যুবক নেশাগ্রস্ত থাকতেন। নেশাগ্রস্ত অবস্থায় পুকুরের পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।