
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অনাবাদি পতিত জমি ও বসত বাড়ির আঙ্গিনায় পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ২৪৪ জনের মাঝে চারা, বীজ, জৈবসার ও কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন করা হয়েছে।
অনাবাদি পতিত জমি ও বসত বাড়ির আঙ্গিনায় পুষ্টি বাগান গড়ার মাধ্যমে পরিবারিক পুষ্টি চাহিদা পূরণসহ নারীদের বাড়তি আয়ের সুযোগ সৃষ্টির লক্ষ্যে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে এ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে মোরেলগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে কৃষকদের হাতে কৃষি উপকরণ তুলে দেন কৃষি সম্পাসারন অধিদপ্তর খুলনা বিভাগীয় অতিরিক্ত পরিচালক রফিকুল ইসলাম, এ সময়ে উপস্থিত ছিলেন কৃষি সম্পসারন অধিদপ্তর বাগেরহাট জেলার উপ-পরিচালক শংকর কুমার মজুমদার, মোরেলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম,উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ জাকির হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম,মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের আহবায়ক শহিদুল ইসলাম সহ প্রান্তিক কৃষকগন সহ অনন্য কর্মকর্তা,কর্মচারীবৃন্দ।
বিতরনকালে খুলনা বিভাগীয় অতিরিক্ত পরিচালক রফিকুল ইসলাম বলেন, দেশে এক ইঞ্চি জায়গা কোথাও পতিত থাকবে না। সেই লক্ষে বাড়ির আঙ্গিনা সহ আশপাশের পতিত জমিতে পারিবারিক পুষ্টি বাগান করার লক্ষ্যে কৃষকদের এসব উপকরণ বিতরণ করা হয়েছে।