ঢাকা, বৃহস্পতিবার, ১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
চৌমুহনীতে হাজী কাচ্চি বিরিয়ানি হাউজের বিরুদ্ধে ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগ
কালিয়ায় সেনা অভিযানে দেশীয় অস্ত্র, ইয়াবা ও গাঁজা সহ আটক ৬
পাবিপ্রবির নির্মাণাধীন ভবন থেকে অর্ধগলিত এক আনসার সদস্যদের লাশ উদ্ধার
কবরস্থান দখল করে দালান নির্মাণের অভিযোগ
দৈনিক খবরের আলোর অফিসের সামনে সন্ত্রাসীদের মহড়া
ঘুরতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণ, গ্রেফতার ৩
মহানবী হজরত মুহাম্মদ (স:)এর জীবনী
ভারতে পাচারের শিকার ৬ বাংলাদেশি নারীকে ৫ বছর পর দেশে ফেরত
বাগমারা ইজরাইল বিরোধী বিক্ষোভ সমাবেশে পণ্য বর্জনের আহ্বান
নড়াইলের হাসিম মোল্যা হত্যা মামলার ৮ আসামি গ্রেফতার
রূপগঞ্জে পূর্বাচল টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালন
আত্রাইয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
২৩ বছর পর পবিপ্রবিতে শিক্ষার্থীদের স্বপ্নের ‘মুক্তমঞ্চ’ “সংস্কৃতি চর্চায় খুলছে নতুন দিগন্ত”
বাড্ডা থানা যুবলীগের আহবায়ক গলাকাটা কাউসার গ্রেফতার
ডিজিটাল স্বাস্থ্যসেবা,কর্মমুখী প্রশিক্ষণ ও রেশন পরিবহন ব্যবস্থার প্রবর্তন করলো আনসার

কয়রায় ‘পানিই জীবন ‘প্রকল্পের উন্মুক্ত সংলাপ

জীব জগতের অস্তিত্বে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখছে পানি। মানুষের জীবন ধারণের জন্য অক্সিজেনের পরই পানি।পানিই জীবন,পানিই খাদ্য,কেউ থাকবে না পিছিয়ে এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার কয়রা উপজেলায় পানিই জীবন প্রকল্পের উদ্যোগে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে ডরপ এনজিও উপজেলা কোর্ডিনেটর আবু সাইম এর সঞ্চালনায় উন্মুক্ত আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ইসতিয়াক আহমেদ স্বাগত বক্তব্য রাখেন।অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিতি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো.কামাল হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আলম, উপজেলা প্রাণী সম্পাদ অফিসার ড. মুস্তাইন বিল্লাহ ,যুব উন্নয়ন অফিসার রেজাউল করিম ও কৃষি অফিসার আব্দুল্যাহ আল- মামুন।
অনুষ্ঠানে সরকারী ও বেসরকারি পর্যায়ে সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে জনগণের উন্মুক্ত সংলাপ ও আলোচনা করা হয়।অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো.কামাল হোসেন বলেন,বাংলাদেশের একেবারেই শেষ সীমানা হলো খুলনার এই কয়রা উপজেলা।

এখানে মোট সাতটি ইউনিয়নে প্রায় ছয়টি ইউনিয়নে পানির সমস্যা।তিনি আরও বলেন ডরপ এনজিওর ভূমিকা অনেক, তারা কয়রায় সাতটি ইউনিয়নে পানির যে প্রজেক্ট নিয়ে কাজ করছেন তা অনেকটাই বাস্তবায়ন করেছে। তাই আমি ডরপ এনজিও কে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ।তিনি আরও বলেন এই পানির সমস্যা দূরীকরণের জন্য সরকারি ভাবে যথাসাধ্য সমাধানের চেষ্টা করবো এবং আমার বিনীত অনুরোধ থাকবে সমস্ত এনজিও প্রতিনিধির কাছে যে বেশি বেশি পানি নিয়ে কাজ করে সকল স্তরের জন সাধারণের পানির কষ্ট লাঘব করার জন্য। আপনরা সবাই যদি এগিয়ে না আসেন তাহলে বাংলাদেশের এই পানি উন্নয়ন সম্ভব নয়। তাই আসুন আমরা সকলেই সরকারী, বেসরকারী বিভিন্ন অধিদপ্তরের মাধ্যমে বিভিন্ন ভাবে এই পানির কষ্ট লাঘব করি এবং দেশের সর্ব স্তরের জনসাধারণকে নিয়ে তা বাস্তবায়ন করে নিজের এবং দেশের উন্নয়নে আত্মনিয়োগ করি।

শেয়ার করুনঃ