
মোঃ নূরবক্ত মিঞা, স্টাফ রিপোর্টারঃ কুড়িগ্রামের উলিপুরে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় বাঙ্গালী জাতির গৌরবের দিন মহান বিজয় দিবস পালিত হয়েছে । দিবসটি পালনে সূর্যোদয়ের সাথে সাথেই তোপধ্বনির মধ্য দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে মহান মুক্তিযোদ্ধে বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ কার্যক্রমের শুরু করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আতাউর রহমান ।এর পরে উপজেলা প্রশাসন , শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক সংগঠন সহ উলিপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন ও তাদের রুহের মাগফেরাতের জন্য দোয়া/মোনাজাত করা হয়। সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের পর উপজেলা পরিষদ হল রুমে মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে শ্রদ্ধা ও সংবর্ধনা দেয়া হয়।