
কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আগামী ৩ জানুয়ারি লুৎফর রহমান কাজালের আগমন ও কচ্ছপিয়ায় জনসমাবেশ সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ১৫ ডিসেম্বর সন্ধ্যায় গর্জনিয়া বাজারের দলীয় কার্যালয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি ছৈয়দ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সাধারণ সম্পাদক মাইমুনুল হক মামুনের সঞ্চালনায় বক্তারা অগামী ৩ জানুয়ারি ইউনিয়ন বিএনপির জনসমাবেশ সফল করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা অধ্যাপক রফিকুল আলম, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোক্তার আহাদ, সহ-সভাপতি মোঃ জয়নাল আবেদীন টুক্কু, আব্দুল খালেক,যুগ্ম সম্পাদক মোঃ আলম,সাংগঠনিক সম্পাদক কলিম উল্লাহ কলিম, ইউনিয়ন বিএনপি নেতা আমির হোসেনসহ ৯ ওয়ার্ডের সভাপতি, সম্পাদকসহ অংঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।