
ফরিদপুর সিটি কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের পরিচিতি নবীন বরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
আজ (২১ নভেম্বর)২৩ তারিখ মঙ্গলবার শহরতলী লক্ষ্মীপুর রেলস্টেশন প্রঙ্গনে, কলেজটির সহকারী অধ্যাপক রেহেনা পারভীনের সঞ্চালনায়,অধ্যক্ষ কাজী আফছার উদ্দিনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার,বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর জেলা পুলিশ সুপার মোঃ শাহজাহান।অনুষ্ঠানে নতুন একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া সকল শিক্ষার্থীদের পরিচিতি ও ফুল দিয়ে বরণ করার মাধ্যমে কলেজটিতে বরণ করা হয়।
এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তরা বলেন,পড়াশোনার প্রতি আগ্রহী হতে হবে। পড়াশোনাকে শুধুমাত্র পরীক্ষার জন্য না ভেবে, জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখতে হবে।নিজের লক্ষ্য নির্ধারণ করুন। আপনি ভবিষ্যতে কি হতে চান? আপনার লক্ষ্য নির্ধারণ করলে আপনি সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য পরিকল্পনা করতে পারবেন।নিজের প্রতি আত্মবিশ্বাসী হন। আপনি যদি নিজের প্রতি আত্মবিশ্বাসী হন তাহলে আপনি যেকোনো কাজ করতে পারবেন।অন্যান্যদের সাথে ভালো সম্পর্ক রাখুন। ভালো সম্পর্ক আপনাকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাবে।নিজের স্বাস্থ্যের যত্ন নিন। সুস্থ থাকলে আপনি ভালোভাবে পড়াশোনা করতে পারবেন এবং সফল হতে পারবেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ মুজিবুল ইসলাম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ব্যবসা ও বাণিজ্য শাখা, জেনারেল সার্টিফিকেট শাখা, গোপনীয় শাখা), ফরিদপুরসহ অত্র কলেজের অধ্যক্ষ, শিক্ষকমন্ডলী এবং শিক্ষার্থীবৃন্দ।