
চিংড়িতে অপদ্রব্য পুশ অনুপ্রবেশ (পুশ) রোধে করণীয় শীর্ষক অংশীজনের সাথে মতবিনিময় সভা ১২ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় রূপসা অফির্সাস ক্লাবে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডুর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য কর্মকর্তা বাপী কুমার দাস,কৃষি কর্মকর্তা তরুন কুমার বালা,
থানা অফিসার ইনচার্জ মো:মনিরুল ইসলাম ,নৌ পুলিশের ওসি নুরুল ইসলাম,
কোস্ট গার্ড এর কর্মকর্তা আনোয়ার হোসেন, মান নিয়ন্ত্রণ অধিদপ্তরের মো: মিজানুর রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: ইলিয়াজ হোসেন, আজিজুল ইসলাম নন্দু, রূপসা চিংড়ি বণিক সমিতির সভাপতি রুবেল মীর, সাধারণ সম্পাদক রিয়াজ মোল্লা, রূপসা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আ.রাজ্জাক শেখ, প্রেসক্লাব রূপসার সভাপতি খান শহীদ,দুরুল হুদা, মুরাদ মোল্লা, মো.ইমরান হোসেন ছাত্র প্রতিনিধি ফায়াদ উদ্দীন, আশরাফুল ইসলাম, নাহিন রেজওয়ান, মো.রাব্বী, শেখ মেহরাবসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
এবছর পুশ কৃত মাছ 5770 কেজি নষ্ট করা হ য়।
জরিমানা করা হয় 20লাখ
লাখ 65 হাজার টাকা নভেম্বর পযন্ত
পুশ করার ফলে
বাগদা 1কেজিতে 200গ্রাম আর গলদা 300গ্রাম বেশি হ য়।
জেলীর সাথে ক্যামিকাল রং মেশানো হ য়। জা শরীরের জন্য ক্ষতিকর।
অস্বাস্থ্যকর পরিবেশে পুশ করা হ য়
গরম করার ফলে ঠান্ডা করে পুশ করে।
ক্ষতিকারণ ব্যকটেরিয়া ভিতরে চলে গেল
তা মাদবদেহে ক্ষতিক্ষর
হাট পুশ ও সফট পুশ করা হয়
দেখে বুঝা যায় না পুশ আছে কিনা মাছ ভাঙ্গার পর দেখা যায় বাইরে থেকে বুঝা যায় না। দেশের কোন কক্টিনার চেক হ য় না। এখনো এই সুনাম আছে।