ঢাকা, বৃহস্পতিবার, ১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মহানবী হজরত মুহাম্মদ (স:)এর জীবনী
ভারতে পাচারের শিকার ৬ বাংলাদেশি নারীকে ৫ বছর পর দেশে ফেরত
বাগমারা ইজরাইল বিরোধী বিক্ষোভ সমাবেশে পণ্য বর্জনের আহ্বান
নড়াইলের হাসিম মোল্যা হত্যা মামলার ৮ আসামি গ্রেফতার
রূপগঞ্জে পূর্বাচল টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালন
আত্রাইয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
২৩ বছর পর পবিপ্রবিতে শিক্ষার্থীদের স্বপ্নের ‘মুক্তমঞ্চ’ “সংস্কৃতি চর্চায় খুলছে নতুন দিগন্ত”
বাড্ডা থানা যুবলীগের আহবায়ক গলাকাটা কাউসার গ্রেফতার
ডিজিটাল স্বাস্থ্যসেবা,কর্মমুখী প্রশিক্ষণ ও রেশন পরিবহন ব্যবস্থার প্রবর্তন করলো আনসার
বসুন্ধরায় নারীর মরদেহ উদ্ধারে গিয়ে দুই মণ গাঁজা পেল পুলিশ
এবার মোহাম্মদপুর থানার মামলায় গ্রেফতার প্রতারক সিকদার লিটন
পহেলা বৈশাখের পরে মিরপুরে ফুটপাত ও সড়ক অবৈধ দখলমুক্ত করতে অভিযান করা হবে: ডিএনসিসি প্রশাসক
সৌদি রাষ্ট্রদূতকে বাংলাদেশ থেকে আরও বেশি জনশক্তি নেওয়ার আহ্বান
ডালিয়ার ১৪ বিয়ে: প্রতারণা চলমান
কালিগঞ্জ পিএফজি’র সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা 

পটুয়াখালীতে চাঞ্চল্যকর অপহরন:অতপর ভিকটিম উদ্ধারের পরে আটক -২

পটুয়াখালী পৌরসভার ৯ নং ওয়ার্ড বিসিক এলাকা থেকে চাঞ্চল্যকর অপহরন মামলার ভিকটিম উদ্ধার ও অপহরনের সাথে জড়িত ২ জন আসামি গ্রেফতার এবং অপহরণের কাজে ব্যবহৃত আলামত উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ।

গ্রেফতারকৃত আসামিরা হলেন, মাহমুদুল হাসান (২৭), (২)আলী আজিম (৩০)।আটককৃত মাহমুদুল হাসান এ পৌর শহরের ৯ নং ওয়ার্ডের চৌরাস্তা এলাকার বাসিন্দা মৃত আঃ রাজ্জাক এর ছেলে অপরজন আলী আজিম উক্ত পৌর শহরের ১নং ওয়ার্ড টাউন জৈনকাঠী এলাকার বাসিন্দা মৃত আঃ মালেক এর ছেলে।৯ ডিসেম্বর সোমবার দুপুরে এক প্রেস ব্রিফিং এ পটুয়াখালী জেলা পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ গণমাধ্যমের প্রতিনিধিদের এ বিষয় জানান। এসময় তিনি জানান, গতকাল ৮ ডিসেম্বর রবিবার দুপুরে ভিকটিম আমিরুল ইসলাম (৪৩) ও কূদ্দূস ঢালী (৫৫) পটুয়াখালী ডিসি অফিসের এলও শাখায় ভুমি অধিগ্রহণের ক্ষতিপুরনের টাকা উওোলন করতে আসেন।পরে তারা এ অফিসের কাজ শেষ করে দুপুর আনুমানিক আড়াই টার সময় কোর্ট সংলগ্ন আল-আমিন এর ভাতের হোটেলের সামনের রাস্তায় বের হলে ধৃত আসামিরা ভিকটিমদ্বয়কে মুখ চেপে ধরে জোরপূর্বক অটো গাড়িতে উঠিয়ে চোখ বেঁধে অপহরন করে নিয়ে যায়। পরবর্তীতে পরিবারের নিকট ২০ লক্ষ টাকা মুক্তিপন দাবি করে। বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার ডিবি পুলিশের একটি টিম তথ্য প্রযুক্তির মাধ্যমে ঘটনার দিন সন্ধ্যা আনুমানিক রাত সাড়ে ৯টার দিকে এ পৌর শহরের ৯ নং ওয়ার্ডের ইসলাম সড়কের মাথায় বিসিক মাঠ হতে ভিকটিমদ্বয়কে উদ্ধার করে এবং আসামি ২জনকে আটক করে। আটককৃত আসামিদের সঙ্গে আরও জড়িত রয়েছে কিনা জিজ্ঞেসবাদ চলছে শনাক্ত হলে গ্রেফতার প্রক্রিয়াধীন বলে জানান। অপহরণের কাজে ব্যবহৃত একটি অটো গাড়ি ও ইয়ামাহা আর ওয়ান ফাইভ এবং বাজাজ ১৫০ সিসির দুটি মোটরসাইকেল আটক করা হয়েছে।

এ বিষয় ভিকটিম আমিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, এলও শাখার কাজ শেষ করে দুপুরে বের হলে কোর্টের সামনে থেকে হঠাৎ মুখ চেপে ধরে অটো গাড়িতে উঠিয়ে চোখ বেঁধে অপহরণ করা হয়। পরে মাগরিবের সময় মসজিদে নামাজ পড়তে গিয়ে মুসল্লীদের ফোন থেকে আত্মীয় স্বজনদের সাথে কথা বলি এর আগে তার মুক্তিপন হিসেবে অপহরন ্কারীর ২০ লক্ষ টাকা দাবি করে। পরবর্তীতে পরিবারের স্বজনরা পুলিশের সহায়তায় বিসিক মাঠ থেকে উদ্ধার করে।

শেয়ার করুনঃ