
কুড়িগ্রামে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৭ ডিসেম্বর) কুড়িগ্রাম আলিয়া মাদ্রাসা অডিটোরিয়াম হল রুমে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট ইয়াছিন আলী সরকারের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা শাখার জামায়াতের আমির মাওলানা আব্দুল মতিন ফারুকী,
বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের সহকারী পরিচালক (রংপুর-দিনাজপুর অঞ্চল) অধ্যাপক আবুল হাশেম বাদল, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের সহকারী পরিচালক (রংপুর-দিনাজপুর অঞ্চল) মোঃ মনিরুজ্জামান জুয়েল, জেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা মোঃ নিজাম উদ্দিন প্রমূখ।
পরে কেন্দ্রীয় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি গোলাম রব্বানী অ্যাডভোকেট ইয়াছিন আলী সরকারকে সভাপতি ও মোঃ আতাউর রহমানকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন।