
আজ ৪ ই ডিসেম্বর রোজ বুধবার , বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কৃতক উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামত অবকাঠামোর জন্য ৩১ দফা লিফলেট বিতরণ করেন কেন্দ্রীয় যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, নেত্রকোনা জেলার সাবেক যুবদলের সভাপতি মশিউর রহমান( মসু ) সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন ( রিপন) নেত্রকোনা জেলার যুবদল নেতা (রনি) শওকত, সুজন ,রাজন,তখন মদন উপজেলার বয়রাহালা হতে পথসভা শুরু করে মদনে উপস্থিত হন, তখন মদন উপজেলা বিএনপি’র সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উনাকে বাবর ভাইয়ের পক্ষ হতে শুভেচ্ছা বিনিময় করেন, এবং সেখানে গিয়ে উপজেলার প্রতিটি দোকানে লিফলেট বিতরণ করেন, মদন উপস্থিত বক্তব্য শেষে রওনা হন কাইটাল বাজার উদ্দেশ্যে, তখন কাইটাল বাজারে
উপস্থিত থাকা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হাজার হাজার নেতৃবৃন্দ উনাকে করতালির মাধ্যমে শুভেচ্ছা জানিয়ে পথ সভার সমাবেশ স্থলে ওনাকে নিয়ে হাজির হন মদন উপজেলা শাখার বিএনপি’র যুবদলের সভাপতি গোলাম রাসেল (রুবেল) সাধারণ সম্পাদক হুমায়ুন (কবির ) যুগ্ম সাধারণ সম্পাদক (মোশারফ হোসেন) ,,সমাবেশে উপস্থিত থাকেন মদনের, সাবেক আহ্বায়ক জনাব (সিদ্দিক মাস্টার)
উপজেলা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক মানিক মেম্বার, সাবেক যুগ্ন আহবায়ক (কে জামাল ) যুগ্ম আহ্বায়ক (অলী )আহমেদ ,যুবদল নেতা (সাইকুল )কাইটাল ইউনিয়নের সাধারণ সম্পাদক (জিয়া) নায়েকপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক (পান্না) নায়েকপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ( রকি) তিয়শ্রী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক গোলাম (মাওলা) তিয়শ্রী ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি (মাসুম) তিয়শ্রী ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি (হাদিসউদ্দীন) সাংগঠনিক সম্পাদক (জসিম) শিহাব, সোহেল, আরো উপস্থিত থাকেন বিভিন্ন ইউনিয়ন থেকে আসা সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ,