ঢাকা, বৃহস্পতিবার, ১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বিমান বাহিনী ঘাঁটির নাম পরিবর্তন
সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী মামলায় মিথ্যা সাক্ষ্যদাতা আটক
সুন্দরবনে অপহৃত ৬ নারীসহ ৩৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড
ফরিদপুরে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী বাধন গ্রেফতার
কালীগঞ্জে বিদ্যালয় মাঠে হাট বসানোর পাঁয়তারা
খুলনায় যৌথ অভিযানে জুয়ার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৪ জুয়াড়ি আটক
সারা দেশের ন্যায় মোরেলগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এসএসসি ও সমমানের প্রথমদিনের পরীক্ষা
নোয়াখালীতে কিশোর চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
কলাপাড়ায় সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত
নৌপথে ৭ দিনের অভিযানে ৩ ড্রেজার জব্দ,আটক ১৭২
নড়াইলে ছাত্র আন্দলনে হামলার ৩টি মামলায় ৪৮ জন কারাগারে
বিপুল উৎসাহ উদ্দিপনায় কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু
ঘোড়াঘাটে ১০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ কুখ্যাত মাদক কারবারী ‘আরজন ‘গ্রেফতার
শিক্ষা বিষয়ক বিশেষ প্রবন্ধ: শিক্ষার্থীদের জীবন গঠনে শৃঙ্খলাবোধ
পাঁচবিবিতে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ

ফ্যাসিবাদীরা মিডিয়ার কন্ঠরোধ করেছিল: নজরুল ইসলাম

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর নায়েবে আমীর ও বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী নজরুল ইসলাম বলেছেন, সংবাদপত্র হচ্ছে সমাজ ও গণমানুষের দর্পণ। সংবাদপত্রের ওপর হস্তক্ষেপ জাতির বিবেকের ওপরই হস্তক্ষেপ। সংবাদপত্রের কণ্ঠরোধ করে ফ্যাসিবাদীদের শেষ রক্ষা হয়নি। ১৫ বছর তারা মিডিয়ার কন্ঠরোধ করে রেখেছিল। তারা অতীতে মাত্র ৪টি সংবাদপত্র রেখে সব সংবাদপত্র নিষিদ্ধ করে গণমাধ্যমের টুটি চেপে হত্যা করেছিল এবং বহুদলীয় গণতন্ত্রের পরিবর্তে একদলীয় বাকশালী শাসন কায়েম করেছিল।
আওয়ামীলীগ গণতন্ত্রকে চার দেয়ালের মধ্যে বন্দি রেখে আর মিডিয়ার কণ্ঠরোধ করে তাদের ব্যর্থতা আড়াল করার অপচেষ্টা করছিল। নিউজগার্ডেন সেখানে ফ্যাসিবাদের রক্তচক্ষু উপেক্ষা করে বৈষম্যের বিরুদ্ধে কলম হাতে দাঁড়িয়ে যুদ্ধ করেছিল।

তিনি ৪ ডিসেম্বর (বুধবার) সন্ধ্যায় নগরীর একটি কমিউনিটি সেন্টারে নিউজগার্ডেন এর দশম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

নিউজগার্ডেন এর সম্পাদক কামরুল হুদার সভাপতিত্বে ও বার্তা প্রধান এবিএম ইমরানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারী অধ্যক্ষ নরুল আমিন, চট্টগ্রামের প্রবীণ সাংবাদিক নিউজগার্ডেনের প্রধান সম্পাদক ইস্কান্দার আলী চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর এসিস্টেন্ট সেক্রেটারী মোহাম্মদ উল্লাহ, ফুলকলির জেনারেল ম্যানেজার এম এ সবুর, পানি উন্নয়ন বোর্ডের সাবেক পরিচালক নুরুল হাদি, চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুন নাঈম চৌধুরী রিকু, এস এ ট্রেডার্সের ম্যানেজিং পার্টনার মনসুর আলী, আমরা চাটগাঁবাসীর যুগ্ম সাধারণ সম্পাদক কবি কামরুল ইসলাম, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চট্টগ্রাম মহানগর সভাপতি মোহাম্মদ এমরান চৌধুরী, মাওলানা ভাসানি পরিষদের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন মোবারক হোসাইন, আশার আলো মানবিক ফাউন্ডেশনের সভাপতি মহিউদ্দীন মোহাম্মদ আলমগীর, জাতীয়তাবাদী মৎসজীবি দল চট্টগ্রাম মহানগরের সভাপতি এডভোকেট আব্দুল আজীজ, জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিকদল চট্টগ্রাম মহানগরের আহবায়ক ফরহাদ উদ্দিন সোহাগ, চসিক অর্পণাচরণ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবু তালেব বেলাল, চসিক মিউনিসিপাল মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাহেদুল কবির চৌধুরী, এলডিপির চট্টগ্রাম মহানগর সাংগঠনিক সম্পাদক নুরুল আজগর চৌধুরী, পূর্বদেশ পত্রিকার সিনিয়র সাংবাদিক এম এ হোসাইন, চিটাগাং টেলিভিশনের বিশেষ প্রতিবেদক ইলিয়াস রিপন, বাংলাদেশ মেইলের উপদেষ্টা সম্পাদক এবি জিয়া উদ্দিন, চিত্র শিল্পী শওকত জাহান, কোতোযালী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক এটিএম পিয়ারু, নিউজগার্ডেনের স্টাফ রিপোর্টার মোহাম্মাদ ইদ্রিস আলী, বিএনপি নেতা সাদেকুর রহমান রিপন, সারাবান তাহুরা ফেরদৌসী কলি, সারমিন সরকার, এডভোকেট উম্মে ফেরদৌস, মো . ইউসুফ সিকদার, জহিরুল ইসলাম জহির, মো: জসিম, মো. সাজ্জাদ, এনডিএমের নুরুল ইসলাম, সাংবাদিক কিরন শর্মা, আব্দুর নুর চৌধুরী, এস এম পিন্টু, এম আর আমিন, সাইফুর রহমান সাইফুল, রোকন উদ্দীন আহমেদ, মোজাফ্ফর হোসাইন সিকদার, কাজী সফিকুল ইসলাম, সারওয়ার কামাল, মো.আরিফ, এম এস এইচ সাঈদ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা ফ্যাসিবাদী আমলে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে নিউজগার্ডেনের সাহসী ভুমিকার কথা স্মরণ করেন এবং জুলাই বিপ্লবের এই পত্রিকার অবদান তুলে ধরেন।

শেয়ার করুনঃ