
নাজিরপুর উপজেলা শ্রমিক দলের সদ্য ঘোষিত কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা শ্রমিক দলের একাংশের নেতৃবৃন্দরা।
বুধবার ( ৪ ডিসেম্বর) বিকেলে নাজিরপুর উপজেলার বিএনপি অফিসের সামনে থেকে এই বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ গেটের সামনে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করে শ্রমিক দলের একাংশের নেতৃবৃন্দরা।
প্রতিবাদ সমাবেশে সাইফুল ইসলাম চঞ্চল বলেন আপনারা জানেন কমিটিতে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদেরকে বঞ্চিত করে পকেট কমিটির দেওয়া হয়েছে ।নাজিরপুর উপজেলা শ্রমিক দলের নবগঠিত কমিটিতে শোভন তালুকদার যাকে শ্রমিক দলের আহ্বায় করা হয়েছে এই লোকটি কে উনাকে তো কখনো আগে দেখিনি। যাকে আহবায়ক করা হয়েছে সে কোন দিন মিছিল মিটিং কিংবা আলোচনা সভাতেও কখনো আসেনি কেউ তাকে কখনো দেখেননি কেউ তাকে চেনেও না।
নাজিরপুর উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহবায়ক সুমন খান বলেন কমিটি গঠনের আগে কারো সাথে কোন সমন্বয় করা হয়নি। এই কমিটি অনুমোদন করায় আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই।
কেন্দ্রীয় নেতৃবৃন্দদের কাছে আমাদের আকুল আবেদন নাজিরপুর উপজেলা শ্রমিক দলের এই কমিটি বাতিল করে পুনরায় নতুন করে আহবায়ক কমিটি দেওয়া হোক।
নাজিরপুর উপজেলা শ্রমিক দলের নবগঠিত কমিটিতে টাকার বিনিময়ে বিতর্কিত লোকজনকে ঢোকানো হয়েছে বলে এর প্রতিবাদে পিরোজপুর জেলার শ্রমিক দলের সাংগঠনিক টিমকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করছি।
একই সঙ্গে অবিলম্বে বিতর্কিতদের বাদ দেওয়ার দাবি জানিয়ে কমিটি সংশোধন না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন পদবঞ্চিত নেতা কর্মীরা।
নাজিরপুর উপজেলা শ্রমিক দলের সাবেক আহবায়ক এবং বর্তমান ঘোষিত শ্রমিক দলের কমিটির উপদেষ্টা হিরুয়ার রহমান মোল্লা বলেন, ত্যাগী ও পরীক্ষিত নেতাদেরকে বাদ দিয়ে বিতর্কিত ও অনুপ্রবেশকারীদের নিয়ে কমিটি করা হয়েছে।
অবস্থান কর্মসূচিতে পদবঞ্চিত নেতা, কর্মী ছাড়াও ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় সমাবেশে মাহাবুব খান বলেন, জেলা কমিটি থেকে মনমতো লোকজনকে কমিটিতে স্থান দেওয়া হয়েছে। নাজিরপুর উপজেলার বিপদের সময় যারা সক্রিয় আন্দোলন সংগ্রামে ছিল তারা সদ্য ঘোষিত কমিটিতে তাদের নাম বা স্থান নেই এর কারন কোথায় আমরা জানতে চাই। এই কমিটি আমরা মানি না মানবো না। এই কমিটি জানার দিয়েছেন আমরা তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করছি। ত্যাগী নেতাকর্মীকে বাদ দিয়ে তাদের মনমতো লোকজনকে কমিটিতে অন্তর্ভুক্ত করেছেন। অনেকেই বলছেন, টাকার বিনিময়ে তা করা হয়েছে।’
অবস্থান কর্মসূচিতে পদবঞ্চিত নেতা, কর্মী ছাড়াও ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিল।