
মুন্সীগঞ্জের শ্রীনগরে সিংগাপুর প্রবাসী রমজান মুন্সী হত্যার মূল পরিকল্পনাকারীসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শ্রীনগর খাল থেকে হাত-পা বাঁধা বস্তাবন্দি লাশ উদ্ধারের ৪দিন পর ঢাকার কদমতলীসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মূল পরিকল্পনাকারী ওয়াসিম খানসহ (৩৬), শাহিন (২২) ও রনিকে (৩৫) গ্রেফতার করা হয়।
এর আগে গত সোমবার (২৫ নভেম্বর) রমজান মুন্সী জমি রেজিস্ট্রি করার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। রমজান মুন্সী শ্রীনগর উপজেলার গাদিঘাট গ্রামের মাজেরহাটির সিরাজুল ইসলাম খোকা মুন্সীর ছেলে।
গত ২৭ নভেম্বর হাত-পা বাঁধা অবস্থায় রমজান মুন্সীর লাশটি শ্রীনগর উপজেলা পরিষদ থেকে প্রায় ৫’শ গজ উত্তরে খালে শিমুল তলা নামক স্থানে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
গত ২৯ নভেম্বর রমজান মুন্সীর স্ত্রী নাজমা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামী করে শ্রীনগর থানায় মামলা দায়ের করেন। মামলাটির তদন্তকারী অফিসার শ্রীনগর থানার এসআই হালিম মো. তারেক অভিযান চালিয়ে ঢাকার কদমতলী এলাকা থেকে ওয়াসিমকে গ্রেফতার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেলার হরপাড়া থেকে শাহিন ও দেউলভোগ এলাকা থেকে রনিকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. কাইয়ূম উদ্দিন চৌধুরী বলেন, রমজান মুন্সী হত্যাকাণ্ডের সাথে জড়িত ৩ জনকে গ্রেফতার করে তাদেরকে মুন্সীগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।