
এম,শাহজাহান শেরপুর জেলা প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলনে বাঁধা দেয়ায় বালু উত্তোলনকারিদের হামলায় ২ ব্যাক্তি আহত হয়েছে। ঘটনাটি ঘটে, ১ডিসেম্বর রবিবার সকালে উপজেলার কাংশা ইউনিয়নের গান্দিগাঁও দরবেশ তলায়। আহতরা হলেন গান্দিগাঁও গ্রামের শামসুল হকের ছেলে মোন্নাফ আলী (৫০) ও মোন্নাফ আলীর ছেলে নুর জালাল (২৪)।আহতদের ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জানা গেছে, একই গ্রামের কামরুল, ধলা, কমল,আইদুল, আব্দুল, হানিফ, আয়না বেগম, দোলনা, ইমানআলীসহ আরো অনেকেই কালঘোষা নদীর গান্দিগাঁও দরবেশ তলা এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল।এতে আশপাশের এলাকার ঘরবাড়ি হুমকির সম্মুখীন হওয়ার পাশাপাশি ফসলি জমি নদী ভাঙ্গনের কবলে পড়ে। রবিবার সকাল ৯ টায় মোন্নাফ আলী এ ঘটনার প্রতিবাদ করতে গেলে অবৈধ বালু উত্তোলনকারিরা তার উপর অতর্কিত হামলা করে। এসময় মোন্নাফ আলীর ছেলে নুর জালাল হামলাকারীদের হাত থেকে পিতাকে রক্ষা করতে গেলে তাকেও পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন মুহূর্তে আবার সংঘর্ষের আশংকা করছেন স্থানীয়রা। এব্যাপারে নুর জালাল বাদি হয়ে ৭ জনকে আসামী করে ঝিনাইগাতী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমিন অভিযোগ পাওয়ার ঘটনাটি নিশ্চিত করে বলেন এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।