
আলহাজ্ব দেওয়ান মো: হাবিবুর রহমান ইন্তেকাল করেছেন । ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুম হাবিবুর রহমান বাগমারা উপজেলার আউচপাড়া ইউনিয়নের রক্ষিত পাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।
তিনি শুক্রবার ( ২৯ নভেম্বর ) সন্ধ্যা সাড়ে সাত’ টার সময় পরলোকগমন করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, বার্ধক্য এবং স্ট্রোক জনিত কারণে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মরহুম হাবিবুর রহমান রক্ষিত পাড়া গ্রামের এবং অত্র এলাকার একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন।
মৃত্যুকালে তিনি ৬ ছেলে, ৪ মেয়ে, স্ত্রী, নাতি, নাতনি, আত্মীয়-স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর ছেলেরা প্রত্যেকে প্রতিষ্ঠিত। বড় ছেলে আবুল বাশার (শিক্ষক), সাজেদুর রহমান ( শিক্ষক), সফিউর রহমান ( খাদ্য কর্মকর্তা), মোস্তাফিজুর রহমান ( প্রভাষক), হাফিজুর রহমান (ঊর্ধ্বতন কর্মকর্তা স্কয়ার), শরিফুল ইসলাম (ব্যবসায়ী)।
প্রবীণ এই ব্যক্তির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মরহুম হাবিবুর রহমানের নামাজে জানাজা সময় এখনও নির্ধারিত হয়নি। হলে জানানো হবে। পরিবারের পক্ষ থেকে সবার নিকট দোয়া প্রার্থনা করা হয়েছে।
উল্লেখ মরহুম হাবিবুর রহমান দেওয়ান, বাগমারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং বাগমারা উপজেলা বিএনপির আহবায়ক ডিএম জিয়াউর রহমান জিয়া’র আপন চাচা ও উপদেষ্টা ছিলেন ।
তাঁর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনায় মুঠোফোনে সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন জনাব ডিম জিয়া।