
আগামী ৭ ই জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই উপলক্ষে ইতিমধ্যে প্রস্তুতি শুরু করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫৫ রাজশাহী (৪ বাগমারা)আসনে দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন বাগমারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাকিরুল ইসলাম সান্টু।রোববার (১৯ নভেম্বর) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ৫৫ রাজশাহী (৪ বাগমারা) আসনে মনোনয়ন ফরম ক্রয় করেন এবং আজ তা জমা দেন।
জেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক ইসাহাক আলী সুইট বলেন, সন্ত্রাসের জনপদ বাগমারায় সর্বহারা এবং বাংলা ভাইয়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছেন সবসময় জনগণের পাশে ছিলেন সান্টু আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সান্টুকে তাদের দুর্দিনের রাজনৈতিক সহযোগী হিসেবে মনে করেন।
বাগমারা উপজেলা যুবলীগ নেতা আব্দুস সালাম বলেন, তৃণমূল নেতাকর্মী এবং সাধারণ মানুষের আস্থা অর্জন করায় আওয়ামী লীগের মনোনয়ন পেলে সান্টু বিপুলসংখ্যক ভোটে নির্বাচিত হবেন বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।
এ সময় দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন সান্টু বলেন.আমি উপজেলা চেয়ারম্যান থাকাকালীন এলাকায় ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করেছি। এসব উন্নয়ন কর্মকাণ্ড আমার ইমেজ বৃদ্ধি পেয়েছে।
এছাড়া সর্বহারা এবং বাংলা বাহিনীর বিরুদ্ধে সোচ্চার থেকে এবং ২০০৮ সালে আওয়ামী লীগ বিজয়ী হওয়ার পর বাগমারাকে শান্তির জনপদে পরিণত করতে ভূমিকা রেখেছি।
তিনি বলেন, বাংলা বাহিনীর ক্যাডারদের দ্বারা নির্যাতিতদেরকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছি। প্রধানমন্ত্রী নির্যাতিতদের সহায়তা করেছেন। নির্যাতিত অসহায় মানুষের পক্ষে সব সময় থেকেছি।
আওয়ামী লীগ সরকারের পক্ষে জনমত তৈরিতে এখনও মাঠে রয়েছি। এ কারণে আমি আশা করছি, আওয়ামী লীগ মনোনয়ন বোর্ডের সদস্যরা বাগমারা আসনে আমাকেই মনোনয়ন দেবেন।
রাজশাহী-৪ (বাগমারা) আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী জাকিরুল ইসলাম সান্টু রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এবং বাগমারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।
সান্টু বাগমারা থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে রাজনৈতিক ক্যারিয়ার শুরু করেন। এছাড়া রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে তিনি ৮০ এবং ৯০ এর দশকে নেতৃত্ব দিয়েছেন,করেছেন কারাবরণ।