
মোঃ ফিরোজ আহমেদ স্টাফ রিপোর্টার :নওগাঁর মান্দায় ইউএনওর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নওগাঁর মান্দায় উপজেলা নিবার্হী অফিসারের সাথে আজ সকাল ১১টায় উপজেলা হলরুমে সমবায় সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ আব্দুর রশিদ উপজেলা সমবায় অফিসার।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ শাহ আলম মিয়া উপজেলা নির্বাহী অফিসার মান্দা। উপস্থিত ছিলেন ও অনুষ্ঠানে বক্তব্য রাখেন,শাকিল আহমেদ,সমাজসেবা অফিসার, মোঃ সম্রাট হোসেন জুতবাজার সমবায় সমিতির সাধারণ সম্পাদক,এস এ সিরাজুল ইসলাম । অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাউল কৃষি উন্নয়ন সমবায় সমিতির সাধারণ সম্পাদক। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সমবায় অফিসার সফিকুল ইসলাম,মিঠন দত্ত,উজ্জ্বল কুমার, প্রদীপ কুমার,সহ উপজেলার ৫৫টি সমবায় সমিতির সভাপতি/সম্পাদকগণ সহ গন্যমান্য ব্যক্তিবর্গগণ।