
মুন্সীগঞ্জের শ্রীনগরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার এর সভা কক্ষে মাসিক আইন শৃঙ্খলা কমিটির ঐ সভা অনুষ্ঠিত হয়। শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিন উদ্দিন এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি মোঃ জোবায়ের হাবিব,
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কাইয়ুম উদ্দিন চৌধুরী, শ্রীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবার অফিসার ডাঃ আবুতোহা আদনান শাকিল , মাধ্যমিক শিক্ষা অফিসার সুরাইয়া আশরাফী, এলজিইডি কর্মকর্তা মহিফুল ইসলাম, মহিলা বিষয়ক কান্তা পাল, পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা মদন গোপাল সাহা।
আরো উপস্থিত ছিলেন,শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম মৃর্ধা, যুবদলের সভাপতি জয়নাল আবেদীন মূর্ধা জেমস, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ,শ্রীনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সিয়াম, জুম্মন শেখ, সাদিয়া,জুই প্রমুখ।