
নড়াইল শহরের প্রাণকেন্দ্রে মসজিদ মন্দির সংলগ্ন ঘনবসতিপূর্ণ এলাকায় কসাইখানা নির্মান বন্ধের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে আদালত চত্তরে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আন্দোলন নড়াইল ও শহরবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যপি এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন।
এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আন্দোলন নড়াইল এর সভাপতি শাহ্ আলম, সদস্য সচিব এম এম আমিনুল হাসান মিঠু, সমাজ সেবক খন্দকার মাসুদ হাসান, অ্যাড. অন্ন ঘোষ, মো. অহিদুল হক তনু, মাওলানা মাহবুবুর রহমান প্রমূখ।
এসময় বক্তারা বলেন, সব জেলায়ই কসাইখানা আছে তবে কোনো জেলায়ই মসজিদ, মন্দির ও ঘনবসতি এলাকায় কসাইখানা নেই। তবে কেনো নড়াইলে মসজিদ, মন্দির ও ঘনবসতি এলাকায় কসাইখানা হবে। এখানে যদি কসাইখানা নির্মান হয় তাহলে আমাদের ধর্মীয় এবাদত ও বসবাস করা কষ্টকর হয়ে পড়বে। তাই অতি দ্রুত এখানের কসাইখানা নির্মান বন্ধ করতে হবে।