
ব্রাহ্মণবাড়িয়া সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর হাতে অবৈধ ভাবে বাংলাদেশ হতে ভারতে অনুপ্রবেশের সময় এক বাংলাদেশি নাগরিক আটক করেন। ব্রাহ্মণবাড়িয়ায় সোমবার ভোর ৬ টায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ ধর্মঘর বিওপির টহল দল কর্তৃক সীমান্ত পিলার ১৯৯৬/২-এস হতে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সস্তামোড়া নামক স্থান হতে শান্ত দেবনাথ (২৩) নামে এক জন বাংলাদেশী নাগরিককে অবৈধভাবে ভারতে গমনকালে আটক করা হয়।
আটককৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানার পশ্চিম পাইকপাড়ার তাপস দেবনাথ এর ছেলে শান্ত দেবনাথ (২৩)। আটককৃত অবৈধ অনুপ্রবেশকারীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, ভারতে ভ্রমনের উদ্দেশ্যে গমন করার সময় অদ্য ১৮ নভেম্বর ২০২৪ তারিখ ধর্মঘর বিওপির টহল দলের নিকট ধৃত হয়। আটককৃত ব্যক্তির নিকট হতে ০১টি এন্ড্রয়েড মোবাইল ফোন এবং বাংলাদেশী নগদ ১২,৪০০ টাকা পাওয়া যায়। আটককৃত অবৈধ অনুপ্রবেশকারীকে মোবাইল ফোন এবং বাংলাদেশী নগদ টাকাসহ মাধবপুর থানায় মামলা দায়ের করে। হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত দিয়ে যাতে অবৈধভাবে কোন প্রকার অবৈধ অনুপ্রবেশকারী সীমান্ত অতিক্রম করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর এবং এ ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অভিযান চলমান থাকবে।