
দৈনিক ইত্তেফাকের ফটো সাংবাদিক নাঈমুর রহমানকে পিটিয়ে তার ক্যামেরা ও মোবাইল ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত ১৩ নভেম্বর রাজধানীর মোহাম্মদপুরে এ ঘটনা ঘটে। এরপর অভিযান চালিয়ে মোহাম্মদপুর থানাধীন গ্রিন ভিউ হাউজিং এলাকা থেকে জড়িত তিন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়।
রবিবার (১৭ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আলী ইফতেখার হাসান।
ওসি জানান,তিনজনকে গ্রেফতারের পাশাপাশি তাদের কাছ থেকে ছিনতাই হওয়া একটি নিক্বণ ডি-৮৫০ ক্যামেরা লেন্স উদ্ধার করা হয়েছে। এছাড়াও দস্যুতার কাজে ব্যবহৃত একটি চাপাতি ও একটি সামুরাই উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে,গত ১৩ নভেম্বর দৈনিক ইত্তেফাক পত্রিকার ফটো সাংবাদিক মো.নাঈমুর রহমান রাত ৯টা ৩৫ মিনিটের দিকে মোহাম্মদপুর থেকে বসিলা যাচ্ছিলেন। পথে তিন রাস্তার সামনে পৌঁছালে ৪ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র দিয়ে আঘাতের পর ভয়ভীতি দেখায়। পরে তার কাছে থাকা নগদ ৭ হাজার টাকা,ব্যাটারি এবং সনির মেমোরিকার্ডসহ একটি নিক্বণ ডি-৮৫০ ক্যামেরা,একটি নিক্বণ ২৪-১২০ মিমি ক্যামেরা লেন্স,একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় পরে তিনি থানায় বিষয়টি জানান ও ১৬ নভেম্বর থানায় অভিযোগ করেন।
ডিআই/এসকে