
মাহতাব উদ্দিন আল মাহমুদ, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে সেফটি টাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ারর্সাভিসের সদস্যরা। শনিবার (১৬ নভেম্বর) বিকাল ৫ টায় উপজেলার সদর ইউনিয়নের বেলতলী এলাকার আজিজুর রহমানের বাড়ির ব্যবহৃত সেফটি টাংকি থেকে গরুটি উদ্ধার করা হয়। স্থানীয়দের বরাত দিয়ে জানায়, এদিন গরুটি সেফটি টাংকিতে সকলের অগোচরে হটা ঢাকানা ভেঙে নীচে পড়ে যায়। নিজেরা অনেক চেষ্টা করেও গরুটি উদ্ধার করতে পারেনি।
পরে ফায়ারর্সাভিসকে খবর দেওয়া হয়। ফায়ারর্সাভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে গরুটি উদ্ধার করে। ফায়ারর্সাভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর আতাউর রহমান জানান, বিকাল ৩টার দিকে আজিজুর রহমানের বাড়ির বড় একটি গরু আনুমানিক ২৫ ফিট নীচে বাড়ির ব্যবহৃত সেফটি টাংকিতে পড়ে যায়। তারা নিজেরা অনেক চেষ্টা করে। পরে আমাদের খবর দিলে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার র্কাযক্রম চালানো হয়। আধা ঘণ্টার চেষ্টার পর গরুটি উদ্ধার করতে সক্ষম হই। গরুটি উদ্ধার করে মালিককে বুঝিয়ে দেওয়া হয়েছে। আনুমানিক ৭০-৮০ হাজার টাকা দাম হবে গরুটির।