
নুরুল আমিন ভূইয়া দুলাল নিজস্ব প্রতিবেদক :লক্ষ্মীপুরের রায়পুর মাসব্যাপি দেশীয় পণ্য ও শিল্প মেলা উদ্বোধন, তবে মেলায় এবার বেশি আকর্ষণ করছে কসমেটিক্স ও গৃহস্থলির দ্রব্যাদি। ওইসব পণ্য কিনতে উদ্বোধনী দিনেই ভীড় জমাচ্ছেন নানান বয়সী নারী-পুরুষ শিশুরা।রায়পুরে ১৫ ই নভেম্বর রোজ শুক্রবার । বিকাল ৪ ঘটিকার সময় রায়পুর উপজেলা চত্বরে মাসব্যাপী এ মেলার উদ্বোধন করা হয়।
মেলা উদ্ভোধন করেন,,রায়পুর প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক মানবকণ্ঠ,দি নিউ নেশন, পল্লী টিভি ও ইউনিয়ন টেলিভিশনের লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি নুরুল আমিন ভূইয়া দুলাল, এ সময় উপস্থিত ছিলেন রায়পুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক হোসেন, রায়পুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দৈনিক আজকাল পত্রিকার রায়পুর প্রতিনিধি ও পল্লী টিভির রায়পুর প্রতিনিধি সৈয়দ আহমদ, সাংবাদিক হিসেবে আরো উপস্থিত ছিলেন জহিরুল ইসলাম প্রেস ক্লাবের সদস্য, রিপোর্টার্স ইউনিটির আরিফুর রহমান রুদ্র, সাংবাদিক খোরশেদ আলম চৌধুরী,জিহাদ, সাংবাদিক রনি সাংবাদিক সানি ও জাকির হোসেন,সহ অন্যান্য সাংবাদিক ও গণ্য মান্য ব্যক্তিবর্গ।
মেলায় ঘুরে দেখা যায়, যুবক-যুবতীসহ নারীদের প্রচন্ড ভীড়। তারা পছন্দের কসমেটিক্স ও ঘর সাজাতে গৃহস্থলির জিনিসপত্র কিনছেন। স্লিপার, ম্যাজিক নৌকা, নাগরদোলা ও ট্রেনে বিনোদন নিচ্ছে শিশুরা।কসমেটিক্স দোকানের কয়েকজন ক্রেতা জানান, মেলায় আসলে ঘুরতে এসেছিলেন। কিন্তু আসার পর অনেক কসমেটিক্স ও বিভিন্ন প্রকারের অলংকার পছন্দ হওয়ায় সেগুলো কিনেছেন।
মেলায় আশা এক নারী দর্শনার্থী জানান, মেলা বেশ ভাল লেগেছে, গত কয়েকবারের চেয়ে এবারের মেলা অনেক আকর্ষনীয়। বিশেষ করে মেলার গেইট ও অনেক বেশী সুন্দর।
কয়েকজন নারী জানান, সাধারণত পরিকল্পনা করে ঘর সাঝাতে দ্রব্যাদি কেনা হয় না। কোন মেলায় গেলে এসব জিনিপত্র কেনা হয়। তাই সেই উদ্দেশ্যে মেলায় আসা হয়েছে। তবে মেলায় আসা অনেক জিনিসি-পত্রই তাদের পছন্দ হয়েছে।