
সোহেল সরকার, .ব্রাহ্মণবাড়িয়া জেলার সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় মো. স্বাধীন নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় হত্যাকারী স্বপন চৌধুরী ও তার বড় ভাই শরীফ চৌধুরীকে হত্যার ৮ ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তবে এ ঘটনায় হত্যাকারী স্বপন চৌধুরীর স্ত্রী ইতি বেগমকেও জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে পুলিশ।শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার উত্তর ইউনিয়নের আজমপুর মসজিদের পাশে আবুল মিয়ার নার্সারী সংলগ্ন পাকা রাস্তার উপর এ হত্যার ঘটনা ঘটে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ওই এলাকার লুৎফুল আমিন ভূঁইয়া নামে এক ব্যক্তি বলেন, আমি মাছের প্রজেক্ট দেখতে যাচ্ছিলাম। আজমপুর রেলওয়ে কলোনী মসজিদের সামনে দুজনকে ধস্তাধস্তি করতে শান্ত করে দেওয়ার চেষ্টা করি। কিছুক্ষণ পর আরো চার-পাঁচ যুবক এসে স্বাধীনকে মারধর শুরু করে।এক পর্যায়ে তাকে স্বপন চৌধুরী ছুরি দিয়ে আঘাত করে। তাৎক্ষণিক আমি থানা পুলিশকে বিষয়টি জানাই।