
বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভার ভাইজোড়া এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে।
রবিবার রাত ৩টার দিকে পৌরসভার ভাইজোড়া গ্রামের ব্যবসায়ী এসএম মাহবুব রুমির বাড়িতে হানা দেয় ডাকাত দল।
ব্যাবসয়ী মাহবুব রুমী জানান, রাতে বাড়ি ফিরে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। ডাকাত দল রাত ৩টার দিকে কৌশলে বাড়িতে ঢুকে সবাইকে ধারালো অস্ত্রের মুখে বেঁধে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ১২ লাখ টাকার মালামাল হাতিয়ে নিয়েছে।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) (তদন্ত) মো. শওকত হোসেন বলেন, ডাকাতির অভিযোগ অবিশ্বাস্য। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।