
বান্দরবান জেলা প্রতিনিধিঃ আলীকদম সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ ৮১ জন রোহিঙ্গাকে আটক করেছে আলীকদম উপজেলা প্রশাসন আটকের পর ব্যাটালিয়নের ৫৭ বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। সোমবার (১১নভেম্বর ২০২৪ইং) সকালে বান্দরবান জেলার আলীকদম এর বাসস্টেশন এলাকায় এই ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন আলীকদম উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার রূপায়ন দেব।তিনি জানান, মিয়ানমার সীমান্ত থেকে আলীকদম উপজেলা দিয়ে বাংলাদেশে রোহিঙ্গারা প্রবেশের সময় স্থানীয় জনতা ২টি গ্রুপের ৮১জনকে আটক করে। পরে তাদের আলীকদম ব্যাটালিয়নের ৫৭ বিজিবির কাছে সোর্পদ করা হয়েছে। তবে এঘটনায় স্থানীয় কেউ জড়িত আছে কিনা তা খুজে বের করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।