
সহিদুল ইসলাম লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের কালীগঞ্জ থানায় প্রায় একমাস ধরে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং পরিদর্শক (তদন্ত) ছাড়াই চলছে থানার কার্যক্রম। এই দুই কর্মকর্তার বিদায়ের পর এখন পর্যন্ত কেউ যোগদান করেননি। ফলে থানার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। সচেতন মহলের দাবি, দ্রুত এ থানায় একজন সৎ ও সাহসী ওসি পদায়ন করা জরুরি।
জানা যায়, গত ১৯ অক্টোবর ওসি ইমতিয়াজ কবির নৌপুলিশে বদলি হলে তিনি থানার উপ-পরিদর্শক এসআই মিজানের কাছে দায়িত্ব বুঝিয়ে দিয়ে চলে যান। ওসির আগেই বদলি হয়ে চলে যান পরিদর্শক (তদন্ত) কর্মকর্তা। সাহসিকতার সাথে এসআই মিজান কয়েকদিন দায়িত্ব পালনের পর তদন্ত কর্মকর্তা হিসেবে যোগদান করেন এনায়েত কবির। সেই তদন্ত কর্মকর্তাও ওসি হিসেবে পদোন্নতি পেয়ে চলে যান অন্য থানায়। তিনি চলে যাওয়ার সময় দায়িত্ব বুঝে দেন উপ-পরিদর্শক এসআই এরশাদুল হক কে। বর্তমান অতিরিক্ত দায়িত্ব পালন করছেন এসআই এরশাদুল হক। এরপর এখন পর্যন্ত নতুন ওসির পদায়ন করা হয়নি।স্থানীয় সচেতন মহলের মতে, উপজেলাটি ভারতের সীমান্ত ঘেষা হওয়ায় বিভিন্ন স্পটে রয়েছে মাদকের সহজলভ্যতা। ওসি না থাকার সুযোগে কিছু মাদক ব্যবসায়ী ও চোরাকারবারিরা হয়ে উঠেছে বেপরোয়া। মাদক আর ভারতীয় গরু অবাধে আসলেও প্রতিরোধে তেমন তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে না। এ উপজেলায় রয়েছে বেশ কয়েকটি মাদকের স্পট। হাত বাড়ালেই মিলছে সেই স্পটগুলোতে মাদক। এলাকাজুড়ে বাড়ছে অস্থিরতা পাশাপাশি বেড়েছে চুরির ঘটনাও। এখানে আইনশৃঙ্খলা ঠিক রাখতে থানার ওসির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বর্তমানে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন থানার উপ-পরিদর্শক (এসআই) এরশাদুল হক। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে দ্রুত গুরুত্বপূর্ণ শূন্য পদ দুটিতে যোগদান জরুরি।লালমনিরহাট জেলা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম বলেন, আশা করছি খুব দ্রুত কালীগঞ্জ থানায় ওসির পদায়ন করা হবে।