
ডেস্ক রিপোর্ট : বিগত ১৫ বছর সারাদেশে বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের হামলার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন। এই মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের মেন গেট দিয়ে, লাইব্রেরি গেট হয়ে ভোলার গেটে গিয়ে শেষ হয়।
তারা দাবি জানায়, ছাত্রলীগের সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। এ ছাড়া তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার দাবি জানায়। গত ১৫ বছর ছাত্রলীগের সন্ত্রাসী হামলা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাপ্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করছে। এই ধরনের ঘটনা শিক্ষার্থীদের মধ্যে ভীতি সৃষ্টি করে এবং শিক্ষার পরিবেশকে প্রভাবিত করে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই ধরনের ঘটনা রোধ করার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এ সময় ববি ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সদস্য আরিফ হোসেইন শান্ত বলেন, বিগত দিনগুলোতে ফ্যাসিস্ট শেখ হাসিনা ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগকে লেলিয়ে দিয়ে যেভাবে গেস্টরুম-গণরুম সংস্কৃতি কায়েম করেছে, প্রথম বর্ষেই জোর করে মিছিল মিটিংয়ে নিয়ে গিয়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ভীতির সঞ্চার করেছিল যা আর কখনোই বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতিতে ফিরবে না। সুস্থ রাজনীতিই ফ্যাসিবাদকে রুখে দেবে।
বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল কর্মী, মার্কেটিং ১০ ব্যাচের শিক্ষার্থী জিহাদুল ইসলাম বলেন, আমরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বলতে চাই, ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের সেন্টিমেন্টকে ধারণ করে রাজনীতি করছে এবং করবে।